May 2, 2024, 4:54 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

লক্ষ্মীপুরে ৫১ টি অভিযানে সাড়ে সাত লাখ টাকা জরিমানা আদায়

প্রতিনিধি,দৈনিক আমাদের লক্ষ্মীপুর: দেশে করোনা ভাইরাস সংক্রমণ কেন্দ্র করে লক্ষ্মীপুরসহ জেলার বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় পন্য সামগী মূল্য বৃদ্ধি করে বিক্রি করায় জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এর নির্দেশে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত  ৫১ টি অভিযানে ৭ লাখ ৪৫ হাজার জরিমানা আদায় করে।এ ছাড়া বিদেশ থেকে ফেরত হোম কোরেন্টাইনে না থাকায় ৭ প্রবাসী কে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গত বৃহস্পতিবার থেকে শনিবার বিকেলে পর্যন্ত পৃথক পৃথক অভিযানে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা এসব অভিযান পরিচালনা করেন।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (এনডিসি) বনি আমিন সাংবাদিকদের জানান, গত ৩ দিনে জেলার বিভিন্ন হাট বাজারে জেলা প্রশাসক এর নির্দেশে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫১ টি মামলা দায়ের করে ৭ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করে ব্যবসায়ীদের সর্তক করে দেওয়া হয়।
এ ছাড়া দেশব্যাপি করোনা ভাইরাস মোকাবেলায় বিদেশ ফেরত ৭ জন কে নিয়ম না মানায় মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।



ফেসবুক পেইজ