April 29, 2024, 6:28 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

রায়পুরে প্রান্তিক কৃষকদের মাঝে সরকারের কৃষি প্রনোদনা বিতরণ

নিজস্ব প্রতিনিধি:

রায়পুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্তৃক এবার উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে সব্জি বীজ ও টাকা প্রদান করা হয়েছে।

করোনা ভাইরাসের পাদুর্ভাব জনিত কারণে কৃষিখাতে যেন প্রভাব না পড়ে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার দেশের প্রতিটি জায়গার মত রায়পুর উপজেলায়ও কালি কাপুর মডেলে সব্জি চাষের উপর বিশেষ গুরুত্বারোপ করে এই প্রণোদনা প্রদান করেন।

উক্ত প্রণোদনার আওতায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সর্বমোট ৬৫০ জন কৃষককে বিভিন্ন প্রজাতের সব্জি বীজ প্রদান করা হয় এবং এইসব সব্জি চাষের জন্য বিকাশ একাউন্টের মাধ্যমে প্রত্যেক তালিকাভূক্ত কৃষককে ১,৯৩৫ টাকা প্রদান করা হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা।

রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা হোসেন শহীদ সরোয়ার্দী জানান করোনা ভাইরাস জনিত কারণে কৃষিখাতে যেন কোনপ্রকার বিপর্যয় না নেমে আসে সেইজন্য কৃষকদেরকে উদ্ভুদ্ধ করতে এবং কৃষক সহায়তা প্রদানে অগ্রাধীকার দিয়ে সরকার এই প্রণোদনার ব্যাবস্থা করেছেন।

সোমবার সকালে কৃষককদের মাঝে বীজ বিতরন কালে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশীদসহ অন্যান্যরা।



ফেসবুক পেইজ