April 29, 2024, 4:59 am
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

লক্ষ্মীপুরে চোরাইকৃত ১৮ চাকার লরি উদ্ধার, গ্রেফতার-২

লক্ষ্মীপুর থেকে চুরি হওয়া ১৮ চাকার একটি লরি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় লরি চালক ইউসুফ ও হেলপার রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার গভীর রাতে চট্টগ্রাম জেলার জোরালগরেঞ্জ কবিরহাট এলাকা থেকে লরিটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত লরি চালক ইউসুফ সদর উপজেলার নন্দনপুর গ্রামের বাসিন্দা ও হেলপার রাজু সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার বেলতলী এলাকা থেকে লরিটি চুরি হয়। সদও থানায় এ সংক্রান্ত একটি মামলা হয়। মামলা নং ০৯।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সোহেল মিয়া জানান, দালাল বাজার বেলতলী এলাকা থেকে চুরি হওয়া ১৮ চাকার লরিটি গত কাল রাতে চট্টগ্রাম জেলার জোরালগঞ্জের কবিরহাট এলাকা থেকে উদ্ধার করি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়ান মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া লরি উদ্ধার করেছে। এঘটনায় লরিটির ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করা হয়।



ফেসবুক পেইজ