May 1, 2024, 2:45 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

লক্ষ্মীপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি :
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়।

জেলা সমবায় অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এবং সহকারী কমিশনার রিপা মনী দেবীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা ও জেলা সমবায় কর্মকর্তা মো. সালমান ইকবাল।

আলোচনা সভার শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে অতিথিবৃন্দ জাতীয় ও সমবায় উত্তোলন করেন। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে সমবায় দপ্তরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।



ফেসবুক পেইজ