May 13, 2024, 2:41 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

দালাল বাজার জমিদার বাড়ি বেদখল সম্পত্তি এখন পর্যটন স্পর্টে রূপ নিয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি:

বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি বলেছেন দালাল বাজার জমিদার বাড়ি সরকারী এই সম্পত্তি এক সময় বেদখল ছিল। বর্তমানে এখন পর্যটন স্পর্টে রুপ নিয়েছে।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালসহ প্রশাসনের অন্যান্য লোকদের সহযোগীতায় এখানে এখন গেষ্ট হাউজ তৈরি করা হয়েছে। মানুষের কাছে এখন দালাল জমিদার বাড়ি পরিচিতি হয়ে উঠেছে।

প্রতিদিন বিভিন্ন পেশা শ্রেণীর এখানে ঘুরতে আসে। স্থানটি খুব আকর্ষণীয় চমৎকার লেগেছে। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে জমিদার বাড়ি ও খোয়া সাগর দিঘি পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এসব মন্তব্য করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভৃঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: শাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ প্রমুখ।

পরে তিনি জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালের শুভ উদ্বোধন ঘোষণা করেন।



ফেসবুক পেইজ