March 18, 2024, 10:53 am
ব্রেকিং :

দুই ভাই দুই উজ্জ্বল নক্ষত্র

একেএম শাহজাহান কামাল ও ড. এএসএম মাকসুদ কামাল

আমার মনে হয় পাঠকগণ রাজনীতিবিদ, কবি, লেখক, সাহিত্যিকদের জীবন কাহিনী জানার ব্যাপারে তুলনামূলক একটু বেশি আগ্রহী হয়ে থাকেন। কারণ তাঁদের সাথে সাধারণ মানুষের ভালমন্দ বিভিন্ন ভাবেই জড়িয়ে থাকে। সাধারণ মানুষের মনের কথাগুলো কবি সাহিত্যকরা তাদের লেখনীর মাধ্যমে যেমন তুলে ধরেন, তেমনি রাজনীতিবদিরা সাধারণ মানুষের অধীকার প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জীবন বাজি রেখে লড়াই- সংগ্রাম করে থাকেন। শিক্ষকরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলেন।

এজন্যে তাদের প্রতি সাধারণ মানুষের আবেগ, ভালোবাসা অনেক বেশি প্রবল থাকে। তেমনী লক্ষ্মীপুরবাসীর গর্ব, রাজনীতি জগতের উজ্জ্বল নক্ষত্র সাবেক বিমানমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম শাহজাহান কামাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।

জাতির কাছে মনে হয় ‘শাহজাহান কামাল-মাকসুদ কামাল’ একই বৃত্তে দু’টি ফুল। এ দু’টি ফুলের সুবাতাস ভয়ে গিয়েছিল সমগ্র বাংলাদেশে। তাঁদের মধ্যে শাহজাহান কামাল ছিলেন জাতির জনক বঙ্গবন্ধুর অত্যন্ত স্নেহধন্য।

তিনি দেশরত্ন শেখ হাসিনা সরকারের উন্নয়নের ফিরিস্তি হিসেবে কাজ করছেন লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুর-৩ আসনের মানুষ যাকে নিয়ে স্বপ্ন দেখেন এবং সে স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে মাথার গাম ঝড়য়ে দীপ্ত পায়ে ছুটে চলেছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী বাংলার মানুষের আস্থার ঠিকানা জননেত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুরের এই দুই নক্ষত্রকে সম্মানিত করেছেন। এজন্য লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

শাহজাহান কামাল এবং মাকসুদ কামাল দুইজন সহোদর ভাই। শাহজাহান কামাল বঙ্গবন্ধু পার্লামেন্টের সাংসদ ছিলেন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী। বর্তমানে লক্ষ্মীপুর-৩ আসনের সাংসদ।

অপরদিকে তারই ছোট ভাই অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে টানা চতুর্থবার সভাপতি হয়ে রেকর্ড গড়েছেন। এর আগে টানা তিনবার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি। এছাড়াও অধ্যাপক মাকসুদ কামাল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতির দায়িত্বও পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, মাস্টারদা সূর্য সেন হলের উপাধ্যক্ষ ও আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন।

পরিশেষে মহান রাব্বুল আলামিনের দরবারে এই দুই নক্ষত্রের জন্য দোয়া রইলো। আল্লাহ তাদের সুস্থ রাখুন ও দীর্ঘায়ু কামনা করছি।

 

লেখক: বায়েজীদ ভূঁইয়া/সম্পাদক/আমাদের লক্ষ্মীপুর



ফেসবুক পেইজ