October 29, 2020, 4:35 am
শিরোনাম:
রায়পুর-ফরিদগঞ্জ সড়কে আনন্দ বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত উইঘুর মুসলিম নারীদের ইলেক্ট্রিক শক দিয়ে গর্ভপাত করছে চীন সরকার চীনে নতুন ফ্লু ভাইরাস শনাক্ত, রয়েছে মহামারির শঙ্কা: বিবিসি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন করোনায় আক্রান্ত। দৈনিক আমাদের লক্ষ্মীপুর এর সম্পাদক ও প্রকাশক বায়েজীদ ভূঁইয়া তাকে দেখতে যান।

নিপিড়ীত ও খেটে খাওয়া মানুষদের আনন্দ বেদনার  সঙ্গে সবসময় লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ

৥৥৥দেশের যেকোন পরিস্থিতিতে সাথে রয়েছে ছাত্রলীগের অবদান অপরিসীম৥৥৥

করোনা ভাইরাস(কোভিড-১৯) সারা বিশ্বে মহামারী আকার ধারন  করেছে।যার ফলে এই ভাইরাস প্রতিরোধে বিভিন্নভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে। তাই আমাদের দেশেও এটি প্রতিরোধে লকডাউন জারি করে দেওয়া হয়েছে।এতে বিপাকে পড়েছে দিনমজুর ও অসহায় দরিদ্র মানুষ।তাদের আয় রোজগার বন্ধ হওয়ার ফলে তারা অসহায় হয়ে পড়েছে।

আর ঠিক এই মুহূর্তে তাদের পাশে এসে দাঁড়ালো ছাত্রলীগ।দেশের প্রতিটি ক্ষেত্রে ছাত্রলীগের অবদান অতুলনীয়।আর ঠিক লক্ষ্মীপুরেও করোনার এই সংকটে এগিয়ে এসেছে লক্ষ্মীপুর জেলা  ছাত্রলীগ । লক্ষ্মীপুরে গরিব,দুস্থদের মাঝে তারা সম্মীলিতভাবে খাদ্যদ্রব্য বিতরন করছেন।তারা প্রায় ১,০০০ পরিবারের মধ্যে  খাদ্যদ্রব্য বিতরন করেন।তাদের এই অবদানে দিনমজুর  ও অসহায় দরিদ্র মানুষেরা অনেক উপকৃত হয়েছেন।আর এই গরিব দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরনে অতপ্রোতভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরীফ এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়ায়ুল করীম নিশান।

তারা জনগনের উদ্দেশ্যে বলেন  “নিপিড়ীত ও খেটে খাওয়া মানুষদের আনন্দ বেদনার  সঙ্গে সবসময় ছাত্রলীগ“।ফেসবুক পেইজ

বাংলাদেশে

আক্রান্ত
১৭৮,৪৪৩
সুস্থ
৮৬,৪০৬
মৃত্যু
২,২৭৫

বিশ্বে

আক্রান্ত
৪৪,৭৭৪,২৪১
সুস্থ
৩২,৭২৭,১৩৮
মৃত্যু
১,১৭৯,২২৪