March 18, 2024, 10:53 am
ব্রেকিং :

দিনমজুরদের কষ্টে হাত বাড়ালেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার

প্রতিনিধি, দৈনিক আমাদের লক্ষ্মীপুর: পুলিশ জনগণের নিরাপত্তায় সর্বদা নিয়োজিত থাকে,জনগনের প্রতিটি সমস্যা সমাধানে তারা সবসময় দায়িত্ব পালন করে যাচ্ছেন।এই সংকটের মুহূর্তেও থেমে নেই তারা।

করোনা ভাইরাস(কোভিড-১৯) সারা বিশ্বে মহামারী আকার ধারন  করেছে।যার ফলে এই ভাইরাস প্রতিরোধে বিভিন্নভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে। তাই আমাদের দেশেও এটি প্রতিরোধে লকডাউন জারি করে দেওয়া হয়েছে।এতে বিপাকে পড়েছে দিনমজুর ও অসহায় দরিদ্র মানুষ।তাদের আয় রোজগার বন্ধ হওয়ার ফলে তারা অসহায় হয়ে পড়েছে।

লক্ষ্মীপুরে  সংকটের এই সময়ে দিনমজুরদের কষ্টে হাত বাড়ালেন লক্ষ্মীপুর জেলার মাননীয় পু‌লিশ সুপার ডঃ এ এইচ এম কামরুজ্জামান ।তিনি তার উদার হস্তে দান করছেন দরিদ্র ও নিপিড়ীত জনগণদের।লক্ষ্মীপুরে দিনমজুর ও অসহায় দরিদ্রের আয় রোজগার বন্ধ হওয়ায় যারা এই সংকটময় পরিস্থিতিতে লকডাউনে কষ্টে সময় কাটচ্ছেন তাদের খাদ্যসামগ্রী দান করছেন মাননীয় পু‌লিশ সুপার ডঃ এ এইচ এম কামরুজ্জামান।

আজ ৩০মার্চ লক্ষ্মীপুর সদর থানাধীন এলাকায় সমাজে গরীব অসহায়, সাধারণ মানুষ, রিক্সা চালক, অক্ষম এবং দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য ও মাক্স বিতরণ করেন অত্র জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান মহোদয়।

এ সময় তিনি খাদ্য সামগ্রী দিয়ে জনগনের উদ্দেশ্যে  বলেন আপনারা বাড়ি চলে যান,আমরা চাইনা করোনা ভাইরাস আমাদের গ্রাস করুক সকলে সচেতন থাকবেন।



ফেসবুক পেইজ