May 17, 2024, 8:36 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে দুই ইটভাটায় অভিযানে ৪ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার হাজিরহাট মের্সাস ফরহাদ বিক্স ও সদর উপজেলার চরমনসা গ্রামের মের্সাস সংসার বিক্সে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার বিকেলে অভিযার চালিয়ে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার মো: রাজিব হোসেন, মো: শহিদুল ইসলাম যৌথ অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

জেলা প্রশাসক কার্যালয় একটি সূত্র জানায়, বাংলা চিমনি ব্যবহার, কৃষি জমির মাটি কেটে ভাটায় এনে ব্যবহারসহ বিভিন্ন অপরাধে ওই দুই ইট ভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করে।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: রাজিব হোসেন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ ধারা অভিযান পরিচালনা করে ২ ইট ভাটা ২ লাখ টাকা করে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ বলেন, অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক পেইজ