May 17, 2024, 3:01 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

মাস্ক না পড়ায় রায়পুরে ২৪ জনকে জরিমানা

লক্ষ্মীপুরের রায়পুরে মাস্ক পরিধান না করে রাস্তায় বের হওয়ায় ২৪ জন পথচারী ও মোটরসাইকেল  আরোহীকে জরিমানা ও শতাধিক পথচারীকে সতর্ক করে মাস্ক এবং সাবান বিতরণ করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ, নির্দেশনায় করোনা ভাইরাসের দ্বিতীয় সংক্রমণ জনিত উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় রায়পুর উপজেলার পৌরশহরে এবং বিভিন্ন ইউনিয়নের বাজারে করোনা ভাইরাস সুরক্ষা সামগ্রী (মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান) বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাবরীন চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) আখতার জাহান সাথী।

এ সময় বিভিন্ন যানবাহন, অটোশ্রমিক, পথচারী, ফল দোকান, মুদি দোকান, বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান বিতরণ করা হয়। এছাড়াও সকলের মাঝে সচেতনতা তৈরির লক্ষে নিয়মিত মাস্ক পরিধান করা, স্বাস্থ্য বিধি অনুসরণ করার বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক  মোবাইল কোর্টের অধীনে (দণ্ডবিধি, ১৮৬০) ১৫টি মামলায় মোট তিন হাজার ৮’শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পাশাপাশি হেলমেট, রেজিষ্ট্রেশন এবং লাইসেন্স বিহীন মোটরআরোহীদের সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ০৯টি মামলায় ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়



ফেসবুক পেইজ