May 15, 2024, 9:31 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

ভেজাল শিশুখাদ্য-পানীয় তৈরি, গ্রেফতার ২

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে বৈধ কাগজপত্র, পেশাদার কেমিস্ট ও ল্যাবরেটরি ছাড়া অবৈধভাবে ভেজাল শিশুখাদ্য ও পানীয় তৈরির অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতাররা হলেন- মো. শাহাজালাল ও মো. রাশেদ।

শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ফজলুর রহমান জগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কামরাঙ্গীরচর থানার খলিফার ঘাট কাজীবাড়ির গলি রোডের একটি বাড়িতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা বৈধ কাগজপত্র, পেশাদার কেমিস্ট ও ল্যাবরেটরি ছাড়া কেমিক্যালযুক্ত শিশুখাদ্য তৈরি ও বাজারজাত করছিল।’

এ সময় তাদের কাছ থেকে সুমাইয়া ফ্রুটিলা ম্যাংগো ফ্রুট ড্রিংকস (আইস ললি), ছোট প্লাস্টিকের আম আকৃতির ম্যাংগো জুস ভরা প্লাস্টিকের কৌটায়, সাদা প্লাস্টিকের বোতলে থাকা আমের ঘ্রাণযুক্ত কেমিক্যাল, সাদা প্লাস্টিকের কৌটায় থাকা লেমন ইয়োলো লেখা রং ও প্লাস্টিকের কন্টেইনারে বিভিন্ন ধরনের কেমিক্যাল উদ্ধার করা হয়।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবির এই কর্মকর্তা বলেন, ‘তারা কামরাঙ্গীরচর থানা এলাকায় বিভিন্ন নামে অবৈধভাবে কেমিক্যালযুক্ত ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব ভেজাল শিশুখাদ্য ও পানীয় উৎপাদন করে ঢাকাসহ সারাদেশে বিক্রি করতো।’

গ্রেফতারদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।



ফেসবুক পেইজ