May 16, 2024, 3:13 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ১০০ টাকা জন্য অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মাত্র ১০০ টাকার জন্য অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সড়ক মেরামতের নামে চাঁদা আদায়কে কেন্দ্র করে তাকে হত্যার অভিযোগ উঠেছে এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে। শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে সফিক মোল্লা নামে ওই চালককে মারধর করলে সন্ধ্যায় মারা যান তিনি।
জানা গেছে, চর রমনীমোহন গ্রামের আসমত আলী সড়কের কাঁচা রাস্তা মেরামত করা নিয়ে চাঁদার দাবি তোলে স্থানীয় কয়েকজন যুবক।
স্বজনরা জানান, সফিক মোল্লা ও অন্য আরেক চালকের কাছে দুইশ’ টাকা দাবি করলে তারা ১০০ টাকা দেন। পরে বাড়ি ফেরার পথে সফিকের কাছে আবারও চাঁদার দাবি করে তৌহিদ ও মোমিন। চাঁদা দিতে না চাইলে সফিককে মারধর করে তারা।
মারধরের পর অসুস্থ হয়ে বমি করতে থাকে সফিক। এদিন সন্ধ্যার দিকে নিজ বাড়িতেই মারা যান তিনি। ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
স্বজন হারানো আর্তনাদে শুক্রবার রাতে ভারী হয়ে ওঠে লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনীমোহন গ্রামের পরিবেশ। প্রিয়জনকে হারিয়ে পাগলপ্রায় নিকটাত্মীয়রা।
লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মিমতানুর রহমান জানান, ১০০ টাকা নিয়ে বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে। মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



ফেসবুক পেইজ