May 15, 2024, 11:16 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

ভোগান্তি ছাড়াই চলছে গণটিকার দ্বিতীয় ডোজ

ভোগান্তি ছাড়াই করোনার গণটিকার দ্বিতীয় ডোজ নিতে পারছেন সাধারণ মানুষ। তবে মানুষের ভিড় বেশি হওয়ায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে মালিবাগ চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, টিকা নিতে আসা নারী-পুরুষের দীর্ঘ লাইন।

প্রথম ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে যাদের দ্বিতীয় ডোজের জন্য ৬ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর সময় দেওয়া হয়েছিল তাদের আজ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।

টিকার দ্বিতীয় ডোজ নেওয়া আনোয়ার নামে একজন বলেন, আমার দ্বিতীয় ডোজ টিকার তারিখ ছিল ৬ সেপ্টেম্বর। গতকাল টিকা দেয়নি, তাই আজ দিয়েছে। টিকা কার্ড নিয়ে গিয়ে সহজেই টিকা নিতে পেরেছি। কোনো ঝামেলা হয়নি। আজ খুব দ্রুত টিকা দিচ্ছে।

তবে দীর্ঘ লাইন থাকায় কিছু সময় অপক্ষো করতে হচ্ছে টিকা নিতে আসা মানুষের। টিকার দ্বিতীয় ডোজ নিতে আসা মমতাজ বেগম বলেন, টিকার প্রথম ডোজ নিতে দুইদিন লাইনে দাঁড়িয়েছিলাম। আজ ঝামেলা নেই। কার্ডে টিকার তারিখ দেওয়া আছে। তাই আজ টিকা পাবো, এখান থেকে জানানো হয়েছে।

ফেরদৌসী বেগম নামে আরেকজন বলেন, বাসায় কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে এসেছি। এখানে এসে লাইনে দাঁড়াতে কোনো সমস্যা হয়নি। তবে সামনে দীর্ঘ লাইন, তাই টিকা পেতে মনে হচ্ছে অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে।



ফেসবুক পেইজ