May 14, 2024, 4:53 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের পক্ষ হতে পুলিশ সদস্যদের করোনা সুরক্ষা সামগ্রী প্রদান

প্রতিনিধি,দৈনিক আমাদের লক্ষ্মীপুর:করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে  সারাদেশ লকাডাউন করা হয়। আর এই লকডাউন  যথাযথভাবে কার্যকর করতে মূখ্য ভূমিকা পালন করছে বাংলাদেশ পুলিশ সদস্যরা।এত সংক্রমিত হওয়ার প্রচুর ঝুঁকিতে রয়েছে তারা।

লক্ষ্মীপুর জেলায় ৫ মে মঙ্গলবার লক্ষ্মীপুর পুলিশ লাইন্সের সকল অফিসে (২য় পর্যায়ে) নভেল করোনা ভাইরাস (কভিড-১৯) প্রতিরোধের লক্ষ্যে ভিটামিন-ডি, ভিটামিন-সি, জিংক ট্যাবলেট ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও পুলিশ লাইন্স হাসপাতালের জন্য শরীরের তাপমাত্রা মাপক যন্ত্র প্রদান করা হয়েছে।লক্ষ্মীপুর পুলিশ লাইন্সের গিয়াস উদ্দিন মিলনায়তনে এসব সামগ্রী বিতরণ করেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা।পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা এর উদ্যোগে এসকল সামগ্রী প্রদান করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমাসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



ফেসবুক পেইজ