May 14, 2024, 12:25 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

করোনায় নিহত পুলিশ সদস্য রঘুনাথ রায়কে লক্ষ্মীপুরের কাফিলাতলীতে সৎকার

করোনাভাইরাস প্রতিরোধে জনগণের সুরক্ষা নিশ্চিতে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে করোনাক্রান্ত হয়ে করোনাযুদ্ধে জীবন উৎসর্গ করেছেন পুলিশ সদস্য।

করোনাভাইরাস (কোভিড-১৯) এ  আক্রান্ত হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের আলফা কোম্পানিতে কর্মরত পুলিশ সদস্য এএসআই শ্রী রঘুনাথ রায় (৪৮) কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

করোনাভাইরাস এ  আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যু হওয়া পুলিশ সদস্য শ্রী রঘুনাথ রায়ের মরদেহ তাঁর নিজ গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার কাফিলাতলীতে সৎকার করা হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার (৬ মে) সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুপুরে তার মরদেহ কাফিলাতলি গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। পরে বিকেলে ধর্মীয় রীতি অনুযায়ী পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন তার নিজ বাড়িতে পরিবারের সাথে সাক্ষাত করে ও ধর্মীয় রীতি অনুসরণ করে তার সদকার করার জন্য ছুটে যান  লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা মহোদয় এবং লক্ষ্মীপুর জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এসময় পুলিশ সুপার মহোদয় এএসআই শ্রী রঘুনাথ রায়ের পরিবারবর্গকে আর্থিক সহযোগিতা, খাদ্যসামগ্রী ও সান্তনা প্রদান করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া পুলিশ সদস্য রঘুনাথ রায়ের মরদেহ নিয়ম অনুযায়ী সৎকার করা হয়েছে।



ফেসবুক পেইজ