May 16, 2024, 8:01 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

ইমপালস হাসপাতালে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা শুরু

রাজধানীর তেজগাঁওয়ে বেসরকারি ইমপালস হাসপাতালে শুরু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা।

শনিবার (৯ মে) সকাল থেকেই আসতে থাকে আক্রান্ত রোগীরা। দুপুর সোয়া ১টা পর্যন্ত হাসপাতালটিতে ভর্তি করা হয়েছে ২০ করোনা রোগীকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য তেজগাঁওয়ের এই বেসরকারি হাসপাতাল ভাড়া করেছে পুলিশ।

এ ব্যাপারে এক বার্তায় পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনুগ্রহ ও উদারতায় করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার লক্ষ্যে রাজধানীর ইমপালস হাসপাতাল প্রাইভেট লিমিটেড বন্দোবস্থ করা হয়েছে। হাসপাতালটি প্রাথমিকভাবে আড়াই মাসের জন্য ভাড়া করা হয়েছে। শুধুমাত্র করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের নিবিড় চিকিৎসা প্রদানের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালটি এখন থেকে ব্যবহৃত হবে।

শনিবার দুপুর সোয়া ১টায় যোগাযোগ করা হলে ইমপালস হাসপাতালের চিফ অপারেটিং অফিসার প্রফেসর ডা. খাদিজা আকতার ঝুমা বলেন, সকাল থেকে এখন পর্যন্ত আমাদের এখানে কোভিড রোগী এসেছে ২০ জন। আমাদের সব প্রস্তুতি রাখা হয়েছে। আজকেই মোট ১০০ রোগী আসার কথা রয়েছে।

প্রস্তুতি সম্পর্কে খাদিজা আক্তার বলেন, ‘আমরা তো বলতে গেলে এই কোভিড-১৯ চিকিৎসায় নতুন। কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে একটু ভয়-আতঙ্ক কাজ করছে। তবে সেটা কেটে যাবে। সেজন্য আমরা টপ-টু-বটম পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিয়েছি। পিপিই, মাস্ক, আই গ্লাভস, আই প্রটেক্টর, স্যানিটাইজার বলেন-সব স্টাফকেই তা সরবরাহ করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের এখানে আড়াই শ বেড। আড়াই শ’র বেশি রোগী ভর্তি সম্ভব না। এখানে ৬ হান্ড্রেড প্লাস কর্মকর্তা-কর্মচারী চিকিৎসা সেবায় নিয়োজিত। তবে আমরা সবাইকে একসঙ্গে কাজে না লাগিয়ে গ্রুপ করে করে তিনটি সাইকেল তৈরি করেছি। তিনটি গ্রুপ ১২ ঘণ্টা করে মাসে মোট ১০ দিন করে কাজ করবে। আশা করছি, কোনো সমস্যা হবে না।’

এর আগে গত শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দফতর জানায়, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক সুচিকিৎসার জন্য আইজিপি ড. বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের জন্য বহুমাত্রিক পদক্ষেপ হাতে নিয়েছেন এবং ইউনিট প্রধানদের সময়ে সময়ে নির্দেশনা প্রদান অব্যাহত রেখেছেন। করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় সর্বোচ্চ প্রাধিকারের নিমিত্তে ইমপালস হাসপাতাল সংযোজন সেই প্রক্রিয়ার ধারাবাহিক কার্যক্রম।



ফেসবুক পেইজ