May 15, 2024, 10:18 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

আগামী কাল থেকে নোয়াখালীতে হবে লক্ষ্মীপুরের করোনার নমুনা পরীক্ষা

লক্ষ্মীপুর প্রতিনিধি: এবার লক্ষ্মীপুরের করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহ রোগীদের নমুনা পরীক্ষা হবে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে। আগামী কাল (মঙ্গলবার) থেকেই এই পরীক্ষা শুরু হবে ।

আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা: আবদুল গফফার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ।

সূত্র জানায়, এর আগে লক্ষ্মীপুর জেলা থেকে সংগৃহীত নমুনা চট্টগ্রাম বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ও ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে পাঠানো হতো। কিন্তু প্রতিদিনের রির্পোট আসতে ৭-৮ দিন লাগতো ফলে জেলার রির্পোট পেন্ডিং সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়।

সূত্র আরও জানায়, গত ২৬ এপ্রিল নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে এই সেবা চালুর জন্য স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত একটি চিঠি অধ্যক্ষের কাছে আসে।

চিঠিতে বলা হয়, এই ল্যাবে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ভোলার সংগৃহীত নমুনা পরীক্ষা করা হবে। অপর দিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাব স্থাপনের কাজ চলছে সেই চালু হলে লক্ষ্মীপুরের নমুনা গুলো সেই খানে ও পরীক্ষা জন্য পাঠানো হবে।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা: আবদুর গফফার বলেন, চট্টগ্রামে দুটি ল্যাবে নমুনা পরীক্ষার অত্যাধিক চাপের কারণে ফলাফল পেতে দেরি হয়। নোয়াখালীতে করোনার পরীক্ষা হলে একটি দিকে সময়ও বাঁচবে অন্যদিকে বিলম্বে ফল পাওয়ার সমস্যা সমাধান হবে।
এ দিকে চট্টগ্রামে যে সকল রির্পোট পেন্ডিং রয়েছে সে সকল রির্পোট গুলো খুব দ্রুত লক্ষ্মীপুর পাঠানো হবে।

মো: রবিউল ইসলাম খান
লক্ষ্মীপুর



ফেসবুক পেইজ