May 15, 2024, 9:19 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

হালদায় ডলফিন হত্যা বন্ধের নির্দেশ হাইকোর্টের

চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন হত্যা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে ডলফিন হত্যা বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা আগামী ৭২ ঘণ্টার মধ্যে ই-মেইলে আদালতকে জানাতে বলা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল কোর্ট এ নির্দেশ দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
সোমবার ভার্চুয়াল কোর্টে ডলফিন হত্যা বন্ধে রিট করা হয়। রিটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ সচিব, স্থানীয় নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
হালদায় নির্বিচারে ডলফিন হত্যা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনার পাশাপাশি ডলফিন হত্যা বন্ধে কর্তৃপক্ষের ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানাতে রুল জারির আবেদন জানানো হয়।
রিটকারী আইনজীবী আব্দুল কাইয়ুম বলেন, ‘বন্যপ্রাণী আইন ২০১২ অনুযায়ী নির্বিচারে কোন প্রাণী হত্যা করা যাবে না। এটা অপরাধ। কিছু অসাধু লোক নিষ্ঠুরভাবে এসব নিরীহ প্রাণীকে হত্যা করেছে।’
তিনি বলেন, ‘লকডাউনের এই সময় যখন প্রকৃতি তার নিজস্ব রূপে ফিরে আসছে, কক্সবাজার সমুদ্র সৈকতেও যখন ডলফিন দেখা যাচ্ছে, তখন এভাবে প্রাণিগুলো হত্যা করে পরিবেশের জন্য ক্ষতি করছে তারা।’



ফেসবুক পেইজ