May 14, 2024, 9:36 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

শুক্রবার থেকে রামগঞ্জ ফের লকডাউন

কেনাকাটায় ক্রেতা-বিক্রেতারা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় লক্ষ্মীপুরের রামগঞ্জ ফের লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল থেকে রামগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া শপিংমলসহ অন্যান্য ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৩ মে) রাত ৮টার দিকে রামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই ঘোষণা জারি থাকবে। এটি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজারে ক্রেতা-বিক্রেতা কেউই সামাজিক দূরত্ব আর স্বাস্থ্যবিধি মানছেন না। রামগঞ্জকে করোনা ভাইরাস সংক্রমণে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এজন্য জনস্বার্থ ও জনস্বাস্থ্য উভয় বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রামগঞ্জে (প্রত্যেক ইউনিয়নসহ) আগের মতো সকল প্রকার দোকানপাট, শপিংমল ও অন্যান্য ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (১৫ মে) থেকে সকল ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে দুপুর ১টা পর্যন্ত সীমিত পরিসরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও কাঁচাবাজার খোলা থাকবে। ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা রাখা যাবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র জানায়, জেলার প্রথম করোনারোগী রামগঞ্জের লামচর ইউনিয়নে শনাক্ত হয়েছে। এই উপজেলায় এক মৃত ব্যক্তির করোনা পজিটিভ এসেছে। এখনো পর্যন্ত এই উপজেলায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ১০ জন সুস্থ হয়েছেন।

প্রসঙ্গত, ক্রেতা বিক্রেতারা স্বাস্থ্য বিধি না মানায় সোমবার (১১ মে) বিকেলে জেলার রায়পুরকেও লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে এই নির্দেশনা কার্যকর হয়। পরবর্তী নির্দেশনা অনুযায়ী এই নির্দেশনা অব্যাহত থাকবে।



ফেসবুক পেইজ