May 12, 2024, 11:06 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

ভারতে ফের একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মোট ৯০ হাজার পার

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় পাঁচ হাজার, মারা গেছেন আরও শতাধিক।

রোববার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ৪ হাজার ৯৮৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, যা দেশটিতে একদিনে রোগী শনাক্তের সর্বোচ্চ রেকর্ড। এদিন মারা গেছেন আরও ১২০ জন।

তবে আশার কথা গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রেও নতুন রেকর্ড হয়েছে। এদিন সেখানে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন অন্তত ৩ হাজার ৯৫৬ জন।

ভারতে এ পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৯২৭। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৪ হাজার ১০৯ জন। মৃতের সংখ্যা ২ হাজার ৮৭২।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থতার হার ৩৭ দশমিক ৫১ শতাংশ। গতকাল এই হার ছিল ৩৫ দশমিক ০৯ শতাংশ। এছাড়া করোনায় মৃত্যুহারও আগের চেয়ে কমেছে। শনিবার দেশটিতে মৃত্যুহার ছিল ৩ দশমিক ২ শতাংশ, আজ সেটা হয়েছে ৩ দশমিক ১৫ শতাংশ।



ফেসবুক পেইজ