May 12, 2024, 3:14 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

দ্রব্যমূল্য বৃদ্ধি: লক্ষ্মীপুরে ৪৬ ব্যবসায়ীকে জরিমানা

প্রতিনিধি,দৈনিক আমাদের লক্ষ্মীপুর: করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলায় হাট-বাজারে ইচ্ছামতো দ্রব্যমূল্য বৃদ্ধি করায় স্থানীয় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করছেন জেলা প্রশাসন। এনিয়ে গত দুইদিনে অভিযান পরিচালনা করে ৪৬ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৬লাখ ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়।জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট, সদর, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এই অভিযান গুলো পরিচালনা করে।জেলা প্রশাসক এবং সদর, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে যানা যায়, দ্রব্যমূল্য বৃদ্ধি করায় শুক্রবার বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল ইসলাম লক্ষ্মীপুর শহরে অভিযান চালিয়ে এক দোকানিকে ৫ হাজার টাকা ও ওপর দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করেন।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুর রিদোয়ান আরমান শাকিল বৃহস্পতিবার বিকেলে শহরের চকবাজারে অভিযান চালিয়ে ৮ব্যবসায়ীর ১৩ হাজার টাকা জরিমান করেন।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবারক হোসেন বৃহস্পতিবার রাতে কমলনগর উপজেলার বিভিন্ন হাট-বাজারের অভিযান চালিয়ে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন।রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমিন বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীর ৭ হাজার টাকা জরিমান করেন এবং শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে ১৬ ব্যবসায়ীর ১লক্ষ ৪৪ হাজার টাকা জরিমানা করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস।শুক্রবার রাতে রায়পুর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ২ ব্যবসায়ীর ৮০ হাজার টাকা জরিমানা করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরীন চৌধুরী। শুক্রবার রাতে রামগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালিয়ে ৬ ব্যবসায়ীর ৩৩ হাজার টাকা জরিমানা করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান।জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, বাজারে কোন কিছুর ঘাটতি নেয়, তার পরেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে চাল, পেঁয়াজ ও আলুসহ বিভিন্ন ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধি করে দেওয়ায় বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হচ্ছে আইন অনুযায় তাকে জেল-জরিমান করছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ভোগ্যপণ্য বাজার দাম নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।তিনি আরো জানান, জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত কেউ নেই। বিদেশ ফেরত ৪৭৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে দোকানপাট বন্ধ কিংবা জেলা লকডাউন করার মত পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। জন মনে বিভ্রান্তি না ছড়িয়ে জন সচেতনতা মূলক প্রচারনা চালাতে বলেন তিনি। জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হওয়ার অনুরোধ জানান।



ফেসবুক পেইজ