May 19, 2024, 1:29 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় আরও ২২ জনের করোনা শনাক্ত

লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
সোমবার সকালে সিভিল সার্জন ডা. আবদুল গাফফার এ তথ্য জানান।এ নিয়ে লক্ষ্মীপুর জেলায় মোট আক্রান্ত ৪৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৯১ জন।
সিভিল সার্জন সাংবাদিকদের জানান, গত ২৪ ঘন্টায় ফলাফলে ২২ জন করোনা আক্রান্তের খবর আমাদের কাছে এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৩৯ জন। এর মধ্যে সদর উপজেলায় ২০৮ জন, রামগঞ্জে ৮০ জন, রামগতিতে ৩২ জন, কমলনগরে ৬৬ জন ও রায়পুর উপজেলায় ৫৩ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫২ জন। এর মধ্যে রামগঞ্জে ৫ জন, সদর হাসপাতালে ২৫, কমলনগরে ১০, রায়পুরায় ১১, রামগতিতে একজন। হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন- ১৮৮ জন (সদর- ১০২, রামগতি- ১৬, রায়পুর- ০৪, রামগঞ্জ- ২৮, কমলনগর- ৩৬)। সুস্থতার ছাড়পত্র প্রাপ্ত মোট- ১৯১ জন (কমলনগর- ১৯, রামগতি- ১৩, রামগঞ্জ- ৪৪, সদর- ৭৮, রায়পুর- ৩৭)।
এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে ৮ জন মারা যায়। তাদের মৃত্যুর পর নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা সংক্রমণ ধরা পড়ে।
জেলায় আক্রান্ত বেড়ে যাওয়ার বিষয়ে সিভিল সার্জন আরও জানান, ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত মানুষ লক্ষ্মীপুরে প্রবেশ করছে। অনেকে করোনা
উপসর্গ নিয়ে প্রবেশ করার কারণে দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। এছাড়া জেলায় সামাজিক দৃরত্ব ও স্বাস্থ্য বিধি না মেনে জনসাধারণ অবাধে চলাচলের কারণে করোনা সংক্রমণের হার বাড়ছে। সকলকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানানো হলো।



ফেসবুক পেইজ