May 12, 2024, 3:51 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

করোনায় নিউইয়র্কে ২ বাংলাদেশির মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনই পুরুষ। তাদের একজন এস্টোরিয়া এলাকার বাসিন্দা। ৬০ বছর বয়সের বেশি ওই ব্যক্তি বৃহস্পতিবার রাতে মারা যান। তার হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগ ছিল। তিনি কুইন্সের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আরেক ব্যক্তি কুইন্সের উডসাইডের বাসিন্দা। তার বয়স ৬০ বছরের কম। তিনিও বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যু হওয়া ওই ব্যক্তির পরিচিত একজন জানিয়েছেন, তার পরিবার জানাতে চান না যে তিনি করোনায় মারা গেছেন কারণ তাদের ভয় তাহলে তার স্বাভাবিক জানাজা সম্পন্ন হবে না।
এছাড়া ভার্জিনিয়া স্টেটেও এক বাংলাদেশি নারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। করোনায় আক্রান্ত হয়ে এলমহার্স্ট হাসপাতালে আরও চার বাংলাদেশি ভর্তি আছে বলে জানা গেছে। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।
এদিকে করোনাভাইরাস এখন নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছে। অসংখ্য বাংলাদেশির এই ভাইরাসে আক্রান্ত হবার খবর লোকমুখে শোনা গেলেও ঠিক কতজন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন তার সঠিক পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না। এর কারণ হচ্ছে যারা আক্রান্ত হচ্ছেন তাদের পরিবার বিষয়টি লুকিয়ে রাখতে চাচ্ছেন। তারা জানতে দিচ্ছেন না যে তাদের পরিবারের কেউ করোনায় আক্রান্ত হয়েছেন।আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে কোনও কোনও ব্যক্তির আক্রান্ত হবার খবর জানা যাচ্ছে। এমনভাবেই জানা গেছে যে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কুইন্সের বাঙ্গালি অধ্যুষিত উডসাইডে একটি পরিবারের চারজনকে স্বাস্থ্যকর্মীরা উঠিয়ে নিয়ে গেছে। উডসাইডে আরেক বাংলাদেশি নারীর দেহেও করোনার অস্তিত্ব পাওয়া গেছে। তার বয়স ৪২ বছর।
অন্যদিকে বাড়ি থেকে উঠিয়ে নেয়ার ঘটনা ঘটেছে কুইন্সের সাটফিনেও। এখানে একই পরিবারের তিনজনকে স্বাস্থ্যকর্মীরা উঠিয়ে নিয়ে গেছেন এবং আত্মীয়-স্বজনকে তাদের সঙ্গে আর যোগাযোগ করতে নিষেধ করে গেছে।



ফেসবুক পেইজ