May 12, 2024, 2:46 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

শোক দিবসে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক :

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মৃত্যু দিবস ও জাতীয় শোকদিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে রায়পুর উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় আলচোনা সভা,দোয়া ও বঙ্গবন্ধুর পতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এবং বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে দিনটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা সম্পন্ন হয়েছে।

সোমবার বেলা ২টার সময় রায়পুর উপজেলার মীরগঞ্জস্থ কেরোয়া ছবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে আকবরের সভাপতিত্বে এবং ৫নং ওয়ার্ড সভাপতি মাহাবুব হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন বায়েজীদ ভূঁইয়া।

বঙ্গবন্ধুর মৃত্যু দিবস ও জাতীয় শোকদিবস উপলক্ষ্যে প্রধান অতিথি বায়েজীদ ভূঁইয়া এসময় বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধুকে যারা স্ব-পরিবারে হত্যা করেছে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যারা বঙ্গবন্ধুসহ তার পরিবারকে হত্যা করেছে আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই সব ষড়যন্ত্রকারীদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে এই দেশকে কলঙ্কমুক্ত করেছেন,এইজন্য জননেত্রীকে আন্তরিক সাধুবাদ জানাই।

তিনি আরও বলেন জননেত্রীর হাত ধরে বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে সু-পরিচিতি লাভ করেছে। তার হাত ধরে আমরাও এগিয়ে যাব ইনশাআল্লাহ।

 

এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ লক্ষ্মীপুর জেলা ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া,রায়পুর উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ জিল্লুর রহমান চৌধুরী,৬নং কেরোয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আকবর হোসেন মৃধ্যা,সাঃ সম্পাদক হুমায়ুন কবির ছাড়াও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পরে জাতীয় শোকদিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর আত্নজীবনীর উপর রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথী বায়েজীদ ভূঁইয়া।



ফেসবুক পেইজ