May 13, 2024, 7:24 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে পালিত হল বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস

‘মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা এবং সনদপত্র ও ঋণের চেক বিতরণী অনুষ্ঠিত হয়।

রোববার (১ নভেম্বর) সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) রিয়াজুল কবির, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু জাফর, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আইয়ুব মিয়া, আনিছুজ্জামান প্রমুখ।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।

পরে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



ফেসবুক পেইজ