May 19, 2024, 4:28 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর চাল বিতরণ

প্রতিনিধি – লক্ষ্মীপুর পৌরসভার ৫ হাজার অসায় পরিবারের মাঝে ১০ কেজি হারে ঈদ উল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ চাল বিতরণ করা হয়।শুক্রবার (২৩ জুন) সকালে পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া তাঁর নিজ বাসভবনের সামনের মাঠে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।এতে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মিঠু ভূঁইয়া, জেলা শ্রমিকলীগের সদস্য সচিব বেলার হোসেন কারীসহ প্রমূখ।পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, বাংলাদেশ সরকার গরীব দুঃখী মেহনতি মানুষের সরকার। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চাল বিতরণের উদ্যোগ নেন।
তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর পৌর সভার প্রত্যেকটি ওয়ার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চাউল বিতরণ করা হয়েছে।
এতে পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৫ হাজার অসহায় পরিবার এ উপহারের আওতায় আসে।তিনি আরো বলেন, সরকার সহায়দের পাশে দাঁড়াতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও শিশু ভাতা দিয়ে আসছেন। এসব সহায়তা অব্যহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।



ফেসবুক পেইজ