April 26, 2024, 10:22 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য লক্ষ্মীপুরে জেলেদের মাঝে গরু বিতরণ

লক্ষ্মীপুরে ১০ দিনে করোনা রোগী বেড়েছে ১০৫৯ জন, মৃত্যু ১০ জনের

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পবিত্র ঈদুল আযহা দিন থেকে ৩১ জুলাই পর্যন্ত ১০ দিনে করোনা রোগী বেড়েছে ১০৫৯ জন এ সময় মারা গেছে ১০ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৪৬৯ জন, মৃত্যুর সংখ্যা ৭৫ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়।
জানা যায়, গত ২১ জুলাই পযন্ত করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৪১০ জন, মৃত্যুর সংখ্যা ছিল ৬৫ জনে। কিন্তু গতকাল শনিবার ৩১ জুলাই পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৬৯ জনে এবং মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৫ জন।
এর মধ্যে শুধু সদর উপজেলায় মারা ৫১ জন । মানুষের উদাসিনতা ও স্বাস্থ্য বিধি না মানার কারনে দিন দিন জেলায় সংক্রণের সংখ্যা বেড়েছেই চলেছে। চলমান লকডাউন থাকলেও মানুষ নানান অজুহাতে প্রতিদিন সড়কে অবাধে চলাফেরা করছে।
জেলা সিভিল সার্জন ডা: আবদুল গফফার জানান, ৩১ জুলাই পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৪৬৯ জন এবং মৃত্যু সংখ্যা ৭৫ জন।
তিনি বলেন মানুষের উদাসিনতার কারনে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হাসপাতালে গুলোতে চরম হিসসিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এ তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।



ফেসবুক পেইজ