স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরে কোরআন খতম, দোয়া মাহফিল ও অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে জেলা যুবলীগ ।

বুধবার (২৭ জুলাই) দুপুরে সদর উপজেলার ক্বারী ওছিম উদ্দিন এবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়া। পরে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও নানা শ্রেণি পেশার মানুষের হাতে গাছের চারা তুলে দেন যুবলীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিলের নির্দেশে জেলা যুবলীগের পক্ষে এ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া।

বায়েজীদ ভূঁইয়া বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি শুধু স্বপ্নই দেখাননি এবং সেই স্বপ্ন পূরণের পথে দুর্বার গতিতে এগিয়ে চলছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *