April 26, 2024, 5:48 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য লক্ষ্মীপুরে জেলেদের মাঝে গরু বিতরণ

লক্ষ্মীপুরে এরাদ মিয়ার বাড়ী ফাউন্ডেশনের পক্ষ থেকে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান

প্রতিনিধি,দৈনিক আমাদের লক্ষ্মীপুর:লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী এরাদ মিয়ার বাড়ী ফাউন্ডেশনের পক্ষ হতে ঐ পরিবারের কৃতি সন্তান ও  জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোনায়েম হোসেন এবং লাহারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম মুরাদের তত্ত্বাবধানে লক্ষ্মীপুরে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।যেই বাড়ীর সুনাম রয়েছে পুরো জেলায় সেই বাড়ীর বর্তমান প্রজন্মের এমন মানবিক কর্মকান্ড অন্য বাড়ীগুলোর জন্য অনুকরণীয় বলে মনে করেন লক্ষ্মীপুরের সুধী মহল।

করোনা মহামারির এই ক্রান্তিকালে  মানবতার কল্যাণে এগিয়ে এসেছে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের এরাদ মিয়ার বাড়ী ফাউন্ডেশন। জীবদ্দশায় সৎ জন হিসেবে খ্যাতি থাকা মরহুম এরাদ মিয়ার নামে গঠিত এরাদ মিয়ার বাড়ী ফাউন্ডেশন দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় দরিদ্র মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন।কর্মহীন,অসহায় ও দরিদ্রদের ২০০ পরিবারকে ১৫ দিনের খাবার উপহার হিসেবে বিতরন করা হয়।

জানতে চাইলেে, ঐ পরিবারের কৃতি সন্তান  জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোনায়েম হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের বিত্তবান এবং সামর্থ্যবান পরিবারসহ ব্যক্তিবর্গকে এই মানবিক সংকটে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।

লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলী গ্রামের অধিবাসী আলহাজ্ব মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া দৈনিক  আমাদের লক্ষ্মীপুরকে জানান, লাহারকান্দি ইউনিয়নের মধ্যে পাটোয়ারী, ভূঁইয়া, খাঁন, কাজী, বেপারী,হাওলাদার ও পাঞ্চাইত গোষ্ঠীর সাথে সাথে এরাদ মিয়ার গোষ্ঠীর ঐতিহ্য ও সুনাম দীর্ঘদিন থেকে। এরাদ মিয়ার প্রজন্ম এখনো সেই ঐতিহ্য ধরে রেখেছে। সবচেয়ে বড় কথা এরাদ মিয়ার প্রজন্মের কেউ মাদকাসক্ত নয় বলে সর্বমহলে প্রশংসিত হয়ে আছে। এই ঐতিহ্য আগামী দিনেও এরাদ মিয়ার প্রজন্ম ধরে রাখতে পারবে বলে আটিয়াতলী আশ্রাফ আলী ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া আশাবাদ ব্যক্ত করেন।



ফেসবুক পেইজ