May 10, 2024, 9:02 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

যার যার অবস্থান থেকে মে দিবস পালনের আহ্বান স্কপের

করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিজ নিজ অবস্থানে থেকে মহান মে দিবস পালন করার আহ্বান জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে স্কপের যুগ্ম সমন্বয়কারী শ্রমিক নেতা ফজলুল হক মনটু এবং নইমুল আহসান জুয়েলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক বিবৃতিতে প্রতিটি সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে মে দিবস পালনের আহ্বান জানান।

মহান মে দিবস উপলক্ষে তাদের দাবিগুলো হলো- প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক সকল খাতের শ্রমিকের কাজ, ন্যায্য মজুরি, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে, সাধারণ ছুটির সময় শ্রমিক ছাঁটাই, লে-অফ চলবে না, করোনা দুর্যোগে শ্রম আইনের ১২ ও ১৬ ধারার প্রয়োগ বন্ধ করতে হবে, শ্রমিকদের করোনায় সুরক্ষা, পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে, করোনার কারণে সাধারণ ছুটিতে শ্রমিকদের বেতন কাটা চলবে না, করোনা আক্রান্ত শ্রমিকদের মৃত্যুতে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে।

করোনা আক্রান্ত শ্রমিকদের চিকিৎসার দায়িত্ব মালিক এবং সরকারকে নিতে হবে, করোনার সুযোগে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার হরণ করা চলবে না, সড়ক ও নৌ পরিবহন, নির্মাণ, রিকশা, ইজিবাইক, হকার, ছোট দোকানদার, পাদুকা শ্রমিক, দিনমজুরসহ কর্মহীন শ্রমিকদের খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করতে হবে।

পাটকল, চিনিকলসহ রাষ্ট্রীয় কলকারখানার শ্রমিকদের বকেয়া মজুরি দিতে হবে, ফিরে আসা প্রবাসী শ্রমিক এবং বিদেশ গমন প্রত্যাশীদের সমস্যা সমাধানে উদ্যোগ নিতে হবে, সাময়িক ত্রাণ নয় নিয়মিত রেশন চাই, সংগঠন করার স্বাধীনতা ও দর কষাকষির অধিকার দিতে হবে।



ফেসবুক পেইজ