April 26, 2024, 5:14 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য লক্ষ্মীপুরে জেলেদের মাঝে গরু বিতরণ

কৃষি উপকরণ ও লোকবল সংকট: রায়পুরে কৃষি খাতে চরম দুর্ভোগ !

মোঃআজম :

কৃষি উপকরণ, লোকবল সংকট, কৃষিজাত পণ্য সংরক্ষন জনিত সমস্যাসহ ইত্যাদি কারণে লক্ষ্মীপুর জেলার রায়পুরে কৃষি খাতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রান্তিক কৃষকদের কে।

এখানে শহর এলাকায় ৫১.৪৫% এবং গ্রামে ৫২.০৬% পরিবারের কৃষি জমি রয়েছে এছাড়া ৪৭.১৬% লোকের আয়ের প্রধান উৎসই হচ্ছে কৃষি। প্রধান কৃষিজাত পণ্য গুলোর মধ্যে অন্যতম হচ্ছে, ধান,পাট,গম,সয়াবিন,আলু,ভুট্টা,আখ,সরিষা,পান ইত্যাদি। এবং দেশের প্রায় মোট চাহিদার একটি ব্যাপক অংশ সয়াবিন উৎপন্ন হয় এই উপজেলাতে। উপজেলার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের তথ্য মতে এবারের মৌসুমে ৭ হাজার ৩৭৯ হেক্টর জমিতে সয়াবিন আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে আবাদ করা হয়েছে ৭ হাজার ৩০০ হেক্টর জমিতে। প্রতিবছর প্রায় ৪০০ কোটি টাকার সয়াবিন বেচাকেনা হচ্ছে এ উপজেলাতে।

অপরদিকে এবছর প্রায় ১০ হাজার হেক্টর জমিতে ধান চাষ করেন চাষিরা। কৃষি জমির নিজস্ব মালিক ছাড়াও এখানে বর্গা চাষী রয়েছে ব্যাপক হারে। নারিকেল সুপারি খ্যাত নোয়াখালী অঞ্চলের মধ্যে রায়পুর উপজেলা অন্যতম আরেকটি সংসদীয় (লক্ষ্মীপুর-২) এলাকা। পিঁছিয়ে নেই পান চাষীরা, প্রতি বছর দেশের মোট জনগোষ্ঠির একটি বিশাল অংশের পানের স্বাধ মেটাচ্ছে রায়পুরের পান চাষিরা।রায়পুর উপজেলায় ক্যাম্পের হাট এলাকা পান চাষের জন্য অন্যতম একটি প্রষিদ্ধ এলাকা। এতদ্ব স্বত্বেও এখানকার চাষীরা প্রতিনিয়তই পর্যাপ্ত কৃষি উপকরণ,লোকবল সংকট,কৃষিজাত পণ্য সংরক্ষনসহ নানাবিধ সমস্যায় সংগ্রাম করে যাচ্ছেন দেশ এবং দেশের অর্থনীতিকে সচল রাখার তাগিদে।

শীতকালিন সব্জি চাষের মধ্যে ও এখানকার কৃষকরা মোটামুটি ব্যাপক উদ্যোগ নিলেও বিভিন্ন জাতপোকার আক্রমন,উন্নত বীজের চড়ামূল্যসহ নানা ছড়াই উতরাই পেরিয়ে তারা নিরলশ কাজ করে যাচ্ছেন। জমিতে বীজ বপনের জন্য জমি প্রস্তুত করতে প্রতি নিয়তই ট্রাক্টর সমস্যা একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। দেশের আধুনিক কৃষি ব্যাবস্থাপনায় রায়পুর উপজেলা এখনও অনেক পিঁছিয়ে। কৃষিতে বিভিন্ন উন্নত প্রযুক্তির ব্যাবহার এখন দেশের বিভিন্ন জেলা উপজেলাতে ছড়িয়ে পড়লেও রায়পুর উপজেলাকে আধুনিক কৃষি প্রযুক্তির আওতায় আনার জন্য এখানকার কৃষক এবং অভিজ্ঞ জনরা বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন ভাবে জোরালো দাবি জানিয়ে আসছেন।

উপজেলার ৭নং বামনী পূর্ব কাঞ্চনপুর সিআইজি কৃষক সমবায় সমিতির সভাপতি হুমায়ুন কবির বলেন আমরা এবার প্রায় ২০ একর অনাবাদি জমি আবাদ করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছি কিন্ত জমি চাষের জন্য আমরা ট্রাক্টর বা নাঙ্গল পাচ্ছিনা,যেহেতু এখানে কৃষি কাজে লোকবল সংকট বা কৃষি শ্রমিকের মূল্য ও অনেক বেশি সেহেতু আমাদের পরিকল্পনা ভেস্তে যাবে বলে মনে হচ্ছে। আমাদের এখানে প্রায় ২০ একর জমি একযুগ ধরে অনাবাদি হয়ে আছে জলাবদ্ধতার কারণে কিন্ত এবার আমরা সেই জলাবদ্ধতা নিরসনের জন্য ও প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করে ফেলেছি নিজেদের আর্থিক অনুদানের মাধ্যমে কিন্ত এখন আমরা ট্রাক্টর পাচ্ছিনা জমি তৈরি করার জন্য।

অপরিদিকে উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়ন,৫নং ইউনিয়ন সহ আরও অন্যান্য ইউনিয়নেও জমি তৈরিতে সহায়ক আধুনিক কৃষি যন্ত্র না থাকায় এবার অনেক জমি অনাবাদি হয়ে যাবে বলে জানিয়েছেন কৃষকগণ। সবমিলিয়ে রায়পুর উপজেলায় আধুনিক কৃষি যন্ত্র বা আধুনিক উপকরণ পাওয়া গেলে এই উপজেলায় কৃষি কাজে আরও অনেক বেকার লোকের আত্ন কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতিতে এক গতিশীল সম্ভাবনার দ্বার উন্মোচন হবে বলে ধারনা করছেন সচেতন মহল।



ফেসবুক পেইজ