April 28, 2024, 4:25 am
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

করোনা-আক্রান্তদের চিকিৎসায় সব হাসপাতাল প্রস্তুত নয়

‘সরকারি সিদ্ধান্ত মোতাবেক এই হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসাব্যবস্থা সংযোজনের প্রক্রিয়া চলছে। এখনো হাসপাতালে করোনা রোগীর চিকিৎসাব্যবস্থা চালু হয় নাই। সুতরাং করোনাভাইরাসে আক্রান্ত অথবা করোনাভাইরাস সংক্রমণের সন্দেহভাজন রোগীদেরকে সরকারঘোষিত অন্য হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করা হইল।’

‘জনসাধারণের জ্ঞাতার্থে’ ওপরের এই বিজ্ঞপ্তিটি সাঁটানো হয়েছে রাজধানীর মহাখালীতে অবস্থিত শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের প্রধান ফটকে। করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য রাজধানী ও বিভাগীয় শহরে যে কয়টি হাসপাতাল সরকার নির্ধারণ করেছে, এ হাসপাতালটি তার একটি।

‘সরকারি সিদ্ধান্ত মোতাবেক এই হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসাব্যবস্থা সংযোজনের প্রক্রিয়া চলছে। এখনো হাসপাতালে করোনা রোগীর চিকিৎসাব্যবস্থা চালু হয় নাই। সুতরাং করোনাভাইরাসে আক্রান্ত অথবা করোনাভাইরাস সংক্রমণের সন্দেহভাজন রোগীদেরকে সরকারঘোষিত অন্য হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করা হইল।’

‘জনসাধারণের জ্ঞাতার্থে’ ওপরের এই বিজ্ঞপ্তিটি সাঁটানো হয়েছে রাজধানীর মহাখালীতে অবস্থিত শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের প্রধান ফটকে। করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য রাজধানী ও বিভাগীয় শহরে যে কয়টি হাসপাতাল সরকার নির্ধারণ করেছে, এ হাসপাতালটি তার একটি।

রাজধানীতে এখন মূলত কুয়েত–বাংলাদেশ মৈত্রী হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা হচ্ছে। এর বাইরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, মহানগর জেনারেল হাসপাতাল, মিরপুর লালকুঠি হাসপাতাল, রিজেন্ট হাসপাতাল উত্তরা ও মিরপুর এবং যাত্রাবাড়ীর সাজিদা ফাউন্ডেশনে করোনা–আক্রান্তদের চিকিৎসা দেওয়ার জন্য নির্ধারিত করা হয়েছে। এর মধ্যে তিনটি হাসপাতাল ঘুরে দেখা গেছে, দুটির প্রস্তুতি প্রাথমিক পর্যায়ে, আরেকটি মোটামুটি প্রস্তুত। এ ছাড়া ঢাকার বাইরে কয়েকটি হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, সেগুলোও পুরোপুরি প্রস্তুত নয়।চিকিৎসকেরা বলছেন, চিকিৎসক ও নার্সদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট—পিপিই) পর্যাপ্ত পরিমাণে পৌঁছায়নি। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেওয়ার সুবিধা বা ভেন্টিলেশন জরুরি। কিন্তু নির্ধারিত হাসপাতালগুলোর সবগুলোতে এসব সুবিধা নেই।চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী স্বল্পতা আছে। ভেন্টিলেশন, আইসিইউর ঘাটতি রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের নির্দেশনায় বলেছে, হাসপাতালগুলোতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে। এ ছাড়া হাসপাতালগুলোকে ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী ও কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্রের ব্যবস্থা রাখতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল শাখা) আমিনুল হাসান প্রথম আলোকে বলেন, শুধু করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় রাজধানীতে আটটি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে। এর বাইরে ঢাকা মেডিকেল, মুগদা জেনারেল, কুর্মিটোলা, সোহরাওয়ার্দী ও সংক্রামক ব্যাধি হাসপাতালে আলাদা শয্যা রয়েছে। কুয়েত–বাংলাদেশ মৈত্রী হাসপাতাল পুরোদমে কাজ শুরু করেছে। মহানগর জেনারেল হাসপাতালের বহির্বিভাগ চালু হয়েছে। গ্যাস্ট্রোলিভারসহ অন্যগুলো এ সপ্তাহে চালু হবে।

গতকাল সোমবার বিকেলে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গিয়ে অনেকটা ফাঁকা দেখা যায়। নরসিংদী থেকে তারান্নেসা এসেছিলেন লিভারের সমস্যা নিয়ে। তাঁকে ভর্তি নেওয়া হয়নি। তাঁকে জানানো হয়েছে, এখানে করোনার চিকিৎসা হবে। অন্য রোগী এখন নেওয়া হবে না।

হাসপাতাল সূত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য প্রস্তুতি এখনো প্রাথমিক পর্যায়ে। গ্যাস্ট্রোলিভারের রোগীদের নতুন করে ভর্তি নেওয়া হচ্ছে না। তবে গতকাল পর্যন্ত বেশ কয়েকজন গ্যাস্ট্রোলিভারের রোগী ভর্তি ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম শুরু করতে আরও বেশ কয়েক দিন লাগতে পারে। ২৫০ শয্যার এই হাসপাতালটিতে আটটি আইসিইউ শয্যা আছে।

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। প্রস্তুত হয়ে গেলে চিকিৎসা শুরু হবে। চিকিৎসকদেরও প্রশিক্ষণ প্রয়োজন। গত রোববার রাতে তাঁরা কিছু পিপিই পেয়েছেন। তবে তা পর্যাপ্ত নয়, আরও পিপিই লাগবে।

রাজধানীর মিরপুরের লালকুঠিতে অবস্থিত ২০০ শয্যার মাতৃ ও শিশুস্বাস্থ্য হাসপাতালকে (লালকুঠি হাসপাতাল) করোনা চিকিৎসার জন্য ব্যবহার করা হবে। এটি মূলত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন হাসপাতাল। এখনো সেভাবে লোকবল নিয়োগ করা হয়নি। করোনার চিকিৎসার জন্য স্বাস্থ্য বিভাগ লোকবল দিয়েছে। তাঁদের সবাই এখনো যোগ দেননি। ক্লিনার, আয়া বা সহায়তাকারী লোকবল নেই। গতকাল দুপুরে হাসপাতালটিতে গিয়ে মোটামুটি ফাঁকা দেখা যায়। ছয়তলার একটি কক্ষে চিকিৎসক ও নার্সদের করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ চলছে।

হাসপাতাল সূত্র জানায়, এতে ২০০টি শয্যা আছে। তবে কোনো আইসিইউ ইউনিট নেই। ভেন্টিলেশনের সুবিধাও নেই। শ্বাসতন্ত্রের রোগী এলে কে নেবেন বা কীভাবে নেওয়া হবে—এসব এখনো ঠিক হয়নি।

 হাসপাতালের পরিচালক শামছুল করিম প্রথম আলোকে বলেন, তাঁদের হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু হয়নি। এটি এখনো প্রস্তুতির পর্যায়ে আছে। লোকবল পর্যাপ্ত নয়। প্রথমে বহির্বিভাগের কার্যক্রম চালু করা হবে। তবে কবে নাগাদ চালু করা যাবে, তা লোকবল পাওয়ার ওপর নির্ভর করছে। স্বাস্থ্য বিভাগ ১৮ জন চিকিৎসক ও ৩০ জন নার্স নিয়োগ দিয়েছে। গতকাল পর্যন্ত ১২ জন চিকিৎসক ও ২৫ জন নার্স যোগ দেওয়া হয়েছে। তিনি জানান, তাঁদের ৩০টি পিপিই দেওয়া হয়েছে। তবে আরও পিপিই আসবে।

রাজধানীর রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরায় দুটি শাখায় করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হবে। ৫০ শয্যার মিরপুর শাখায় এখনো চিকিৎসা শুরু হয়নি। তাদের প্রস্তুতি শেষ পর্যায়ে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। গতকাল পর্যন্ত ৫০টি পিপিই তারা পেয়েছে, আরও আসবে বলে তাদের জানানো হয়েছে।



ফেসবুক পেইজ