April 26, 2024, 4:04 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য লক্ষ্মীপুরে জেলেদের মাঝে গরু বিতরণ

রায়পুর পৌর শহরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীর উপর হামলা ও শ্লীলতা হানীর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ৯নং ওয়ার্ডে প্রবাসী ইকবাল হোসেনের ঘরে ঢুকে তার স্ত্রীর উপর অতর্কিত হামলা ও শ্লীলতা হানীর অভিযোগ করেছে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী পলি (২৬)। ঘটনাটি ঘটেছে রায়পুর পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ গোলাম রহমান সর্দার বাড়িতে।
প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে জানাযায়, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে দশটার সময় একই বাড়ির এবং একই ওয়ার্ডের মহিলা কমিশনার লিলি বেগম এবং তার ছেলে লিটন (৩০) এই ঘটনার সূত্রপাত ঘটায়। প্রবাসীর স্ত্রী পলি জানান, ঘটনার দিন সকালে লিটন ও তার ছোট বোন পারিবারিক কলহে লিপ্ত হলে পলি তখন বাহিরের চিৎকার চেঁচামেছি শুনে তিনি তার নিজ ঘরের জানালা দিয়ে দেখছিলেন বাহিরে কি হচ্ছিলো, ঠিক ঐ সময়য়েই লিটন পলিকে দেখে ক্ষিপ্ত হয়ে তাকে গালমন্দ করে এবং এক পর্যায়ে পলির ঘরে ঢুকে তাকে কিল,ঘুষি এবং তার পেটে স্বজোরে লাথি মারে এমনকি লিটনের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতের কব্জির উপর আঘাত করলে প্রচন্ড রক্তক্ষরণ হতে থাকে। অপরদিকে শরিরের বিভিন্ন অংশে প্রচন্ড আঘাতের কারণে শরীরের মাংস থেঁতলে গিয়ে রক্ত জমাট বেঁধে সেখানে কালো দাগ পড়ে যায়। লিটন তাতেও ক্ষান্ত না হয়ে জোর জবরদস্তি পলির বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে তাকে শ্লীলতাহানীর অভিযোগ ও করেন পলি।
লিটনের এহেন হীন কর্মকান্ডে পলি তার ঘর থেকে চিৎকার করে উঠলে লিটন দ্রুত ঘর থেকে দৌড়ে ফালিয়ে যায়। পরে পলি তার এই মুমুর্ষ অবস্থায় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকৎসার জন্য ভর্তি হন এবং বিষয়টি রায়পুর থানাকে লিখিত অভিযোগের মাধ্যমে অবগত করেন বলে জানান। ঘটনা সম্পর্কে অভিযুক্ত লিটনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঐ দিন আমি এবং আমার ছোট বোনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কিছুটা উচ্চ বাক্য হচ্ছিলো,কিন্ত পলি সেটা জানালা দিয়ে ভিডিও ধারণ করতে দেখলে আমি তাকে গালমন্দ করি সত্য কারণ আমাদের পারিবারিক বিষয় নিয়ে তার নাক গলানো বা ভিডিও করার কারন কি ! পলির গায়ে হাত দেওয়া বা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার কথা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য প্রনোদিত। আমাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এটা পলির একটা সাজানো নাটক।
অপরদিকে প্রবাসীর স্ত্রী রিমা আক্তার পলি আরও অভিযোগ করেন, লিটনের মা’ লিলি কমিশনার সেইদিন পলিকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একসময় বাড়ির রাস্তা পাকা করার জন্য লিলি কমিশনার পলির কাছে মোটা অংকের চাঁদা দাবি করে,কিন্ত পলি সেই চাঁদা দিতে অস্বীকার করায় তাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হেস্তন্যাস্ত করার কাজে লিপ্ত রয়েছে। এছাড়া তাদের সাথে আমাদের নিজস্ব জায়গা জমি সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে আরও একাধিকবার আমাকে মারধর করে এবং আমার ঘরের দরজা জানালা ভাংচুর করে,শুধু তাই নয় আমার শিশু বাচ্ছাদের গায়ে ও তারা হাত তোলে। লিলি কমিশনার ও তার ছেলে লিটনের একক আধিপত্য বিস্তারের কারনে বাড়ির কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পায়না বলে জানায় প্রবাসীর স্ত্রী পলি। শুধু তাইনয় ৯নং ওয়ার্ড কমিশনার রাসেলের সামনেও একবার এক ঘটনাকে কেন্দ্র করে কমিশনার লিলি আমাকে জুতা উঠিয়ে মারতে এসেছিল।
এব্যাপারে লিলি কমিশনারের সাথে যোগাযোগ করতে গেলে তাকে পাওয়া যায়নি। রায়পুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন রাসেলের সাথে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনাটি শুনেছি এবং অসুস্থ পলি কে দেখতে হাসপাতালেও গিয়েছিলাম। আর এই ব্যাপারে দু’পক্ষকে ডেকে স্থানীয় ভাবে মিমাংশা করার জন্য আমি উভয়কেই জানিয়েছিলাম কিন্ত প্রবাসী ইকবালের স্ত্রী রিমা আক্তার পলি স্থানীয় মিমাংশায় বসতে রাজি নন। অপরদিকে প্রবাসীর স্ত্রী রিমা আক্তার পলি তার অসুস্থ বৃদ্ধা শাশুড়ী এবং ছোট ছোট সন্তানদেরকে নিয়ে জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছেন এবং থানায় এসব নিয়ে মামলা মোকদ্দমা করে হলে লিলি কমিশনার তাকে দেখে নেওয়ার হুমকি ধামকি দিচ্ছেন বলেও জানান।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী পলি আরও বলেন আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান,আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, এব্যারে আমি মাননীয় প্রধান মন্ত্রীর ও দৃষ্টি কামনা করছি।



ফেসবুক পেইজ