April 29, 2024, 8:34 am
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

লক্ষ্মীপুরে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা-বার্ষিকী উদযাপন

লক্ষ্মীপুর প্রতিনিধি : জাতীর বঙ্গঁবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে লক্ষ্মীপুরে ছাত্রলীগের ৭৩ প্রতিষ্ঠা-বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (০৪ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর টাউন হলে এ প্রতিষ্ঠা-বার্ষিকী পালিত হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন মাষ্টার, এডভোকেট জসিম উদ্দিন, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন ভূঁইয়া, এ্যাড: রাসেল মাহমুদ মান্না, শেখ জামান রিপন, মির্জা আমজাদ হোসেন আজিম, মোঃ আশরাফুল আলম, রাকিব হোসেন লোটাস প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ-সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে পাকিস্তান বিরোধীসহ সকল আন্দোলনে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে। এজন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, বাংলাদেশের ইতিহাস মানেই ছাত্রলীগ, বাঙ্গালীর ইতিহাস মানেই ছাত্রলীগ।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ছাত্রলীগ প্রতিহত করবে। এবং সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবে ছাত্রলীগের নেতাকর্মী’রা।



ফেসবুক পেইজ