April 26, 2024, 12:22 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য লক্ষ্মীপুরে জেলেদের মাঝে গরু বিতরণ

স্বাধীনতাবিরোধীকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রত্যায়ন দেওয়ায় লাহারকান্দিতে বিক্ষোভ

লক্ষ্মীপুরে চিহ্নিত স্বাধীনতাবিরোধী জামায়াত নেতা এটিএম রফিক উল্ল্যাহ প্রকাশে তৈয়ব উল্ল্যা মাওলানাকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রত্যায়ন দেওয়ার অভিযোগ উঠেছে। সদর উপজেলার লাহারকান্দি ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবদুল শহিদ স্বাক্ষরিত ইউনিয়ন পরিষদের প্যাডে এ প্রত্যয়ন দেওয়ায় ক্ষুদ্ধ স্থানীয় আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের এলাকাবাসী।
১৬ মার্চ মঙ্গলবার উপজেলার চাঁদখালী (যুগিরহাট) বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় এসব অভিযোগ করেন স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর আগে সোমবার ইউনিয়ন পরিষদ ঘেরাও করে প্রতিবাদ জানায় তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোনায়েম হোসেন, জসিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রাসেল খাঁন, মিজান পাটোয়ারী, সাইফুল ইসলাম মুরাদ, সাজ্জাদুর রহমান সাজু, সাধারন সম্পাদক হারুনুর রশিদ, ইউপি সদস্য জাকির হোসেন মাসুদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আসিফ আরমান সোহেল সহ প্রায় শতাধিক নেতাকর্মী।

বক্তরা বলেন, তৈয়ব উল্যা মাওলানা নিজেই চাঁদখালী এলাকায় একটি মাদ্র্রাসা চালু করেন। কিন্তু মাদ্রাসায় রাতের আঁধারে ও বিভিন্ন সময় জামায়াত-শিবিরের গোপন বৈঠক হয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে তদন্তে নামে প্রশাসন। তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ার জন্য লাহারকান্দি ইউনিয়নে চিহ্নিত রাজাকার তৈয়ব মাওলানাকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রত্যায়ন দেয় ইউনিয়ন পরিষদ।

তারা আরও বলেন, লাহারকান্দি ইউপি সচিব নানা ধরনের অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন। তার এসব দুর্নীতি তদন্ত করার দাবি জানান তারা। একই সাথে ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া প্রত্যয়ন পত্রটি বাতিল করার জোর দাবি জানানো হয় বিক্ষোভ থেকে।



ফেসবুক পেইজ