May 3, 2024, 1:19 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জেলা প্রশাসনের আয়োজনে ২৭ মার্চ (শনিবার) জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। সকালে স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক মো: আনোয়ার হোসেন আকন্দ এর সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সচিব ও (অ্যাম্বাসেডর দি রিপাবলিক অব ইরাক) মো: ফজলুল চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ড. এ. এইচ এম কামরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমা, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজ্জাকুল হায়দার চৌধুরী প্রমুখ।
এ সময় বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে বিভিন্ন সরকারী দপ্তরের অংশ গ্রহনের মেলার আয়োজন করা হয়। আগামী কাল রোববার বিকেলে এই মেলা ও বিভিন্ন কর্মসূচি শেষ হবে।



ফেসবুক পেইজ