June 22, 2021, 11:09 am
শিরোনাম:
রায়পুর-ফরিদগঞ্জ সড়কে আনন্দ বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত উইঘুর মুসলিম নারীদের ইলেক্ট্রিক শক দিয়ে গর্ভপাত করছে চীন সরকার চীনে নতুন ফ্লু ভাইরাস শনাক্ত, রয়েছে মহামারির শঙ্কা: বিবিসি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন করোনায় আক্রান্ত। দৈনিক আমাদের লক্ষ্মীপুর এর সম্পাদক ও প্রকাশক বায়েজীদ ভূঁইয়া তাকে দেখতে যান।

কমলনগর-রামগতি উপজেলার মেঘনার ভাঙ্গণ রোধে ৩১০০ কোটি টাকার নদী বাঁধের প্রকল্প একনেক পাশ হওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি: মেঘনার ভয়াবহ ভাঙ্গন থেকে লক্ষ্মীপুরের কমলনগর-রামগতি উপজেলার ৭ লক্ষ মানুষকে বাঁচাতে ৩১০০ কোটি টাকার নদী বাঁধের প্রকল্প একনেক মিটিং-এ পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পানি সম্পদ প্রতিমন্ত্রী ও রামগতি আসনের সংসদ সদস্য কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে।
কমলনগর ও রামগতি বাঁচাও ম সংগঠনের পক্ষ থেকে ৮ জুন (মঙ্গলবার) দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
সভায় বক্তারা বলেন, গত ২০ বছর ধরে মেঘনার ভয়াবহ ভাঙ্গনে কমলনগর ও রামগতি উপজেলা বাংলাদেশের মানচিত্র থেকে বিলিনের পথে। নদী বাঁধের দাবীতে আন্দোলন রত সংগঠন দীর্ঘদিন ধরে মানববন্ধন, মিছিল, বিক্ষোভ, সড়ক অবরোধ সহ নানা গঠনমূলক কর্মসূচী পালন করা হয়েছে। প্রধানমন্ত্রী বাঁধের জন্য ৩১০০ কোটি টাকার একটি প্রকল্প গত ০১.০৬.২০২১ইং তারিখে অনুমোদন দেন। এতে ২০ বছর ধরে ভাঙ্গন কবলিত বিধ্বস্ত, বিপর্যস্ত রামগতি কমলনগরের সাত লক্ষ মানুষের মাঝে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।
কিন্তু সাধারণ ঠিকাদার দিয়ে বাঁধ নির্মান করলে এক বছরের মধ্যেই বিলিন হয়ে যাওয়ার আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। তাই প্রকল্প অনুমোদন করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে এই এলাকার ৭ লক্ষ মানুষের স্বপ্নের নদী বাঁধ সেনাবাহিনী মাধ্যমে নির্মানের দাবীতে সমাবেশের আয়োজন করা হয়।
উল্লেখ্য যে, ২০১৪ সালে সরকার ৫ কিঃমিঃ বাঁধের কাজ বরাদ্দ দিলে রামগতি অংশে ৪ কিঃমিঃ কাজ সেনা বাহিনী দিয়ে করা হলে তা টেকসই ও পর্যটন কেন্দ্রে পরিনত হয়। অন্যদিকে কমলনগর অংশে ১ কিঃমিঃ বাঁধ সাধারন ঠিকাদার দিয়ে নির্মান করলে তা ঐ বছরেই ১০ বার ধসে যায় ।
মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন মে র আহবায়ক সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট আবদুস সাত্তার পালোয়ান, আওয়ামীলী‌গের যুব ও ক্রিড়া বিষয়ক কে‌ন্দ্রীয় উপক‌মি‌টি সদস্য আবদুজ জা‌হের সাজু, ঢাকাস্থ কমলনগর কল্যাণ স‌মি‌তির সভাপ‌তি এমএইচ খান মিরন, সমাজ‌ সেবক শামীম হাসনাইন সংগঠক আফজল হোসাইন (অনিক), সংগঠক শাহীনুল ইসলাম (সুমন), কাউছার র‌শিদ , রিদওয়ান উল্লাহ, মো: রা‌কিব হোসাইন সহ প্রমুখ।ফেসবুক পেইজ

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু