April 26, 2024, 10:23 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য লক্ষ্মীপুরে জেলেদের মাঝে গরু বিতরণ

করোনা রোগীর জন্য যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবা

নিজস্ব প্রতিবেদক : বিদ্যমান করোনা পরিস্থিতি চারিদিকে ধীরে ধীরে অস্বাভাবিক গতিতে বাড়তে শুরু করায় লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক বায়েজীদ ভূঁইয়া তার ব্যক্তিগত উদ্যোগে করোনা রোগীদেরকে ফ্রি অক্সিজেন সেবা প্রদানের উদ্যোগ গ্রহন করেছেন। আজ মঙ্গলবার থেকে রায়পুর উপজেলার প্রতিটি জায়গায় করোনা রোগীদের অক্সিজেন প্রয়োজনে এই সেবা নিশ্চিত করা হবে বলে তিনি জানান । অক্সিজেনের পাশাপাশি জরুরী রোগী বহনের জন্য একটি সিএনজি চালিত অটোরিক্সাও এই সেবার আওতায় থাকছে। বায়েজীদ ভূঁইয়া বলেন,আমি করোনা সংক্রমিত হয়ে অক্সিজের প্রয়োজনীয়তা অনুভব করেছি,মৃত্যুটাকে অনেক কাছ থেকে উপলব্ধি করেছি, সাধারণ মানুষের এই বিপদে তাদের পাশে দাঁড়িয়ে উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করবো। অক্সিজেন সরবরাহ বা সেবা প্রদানে এরইমধ্যে তিনি একটি টিম গঠণ ও করেছেন বলে জানাযায়। কোথাও কাহারও অক্সিজেন প্রয়োজনে ফোন করলেই এই টিম দ্রুত সেখানে পৌঁছে যাবে। টিম লিডার হিসেবে কাজ করছেন রবিউল হাসান। রবিউল হাসান জানান,মানবিক যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়ার নির্দেশনাক্রমে আমরা ২৪ ঘন্টা মানুষকে সেবে দিতে প্রস্তুত রয়েছি। উল্লেখ্য, বায়েজীদ ভূঁইয়া লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক,এছাড়া লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত রয়েছেন। ইতোমধ্যে তিনি করোনা ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা,নগদ অর্থ প্রদান,এমনকি শাড়ি লুঙ্গি ও বিতরণ করেছেন।



ফেসবুক পেইজ