May 3, 2024, 1:16 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

করোনা আক্রান্ত লক্ষ্মীপুর উপজেলা সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

লক্ষ্মীপুর প্রতিনিধি: টিকা নেওয়ার পরও করোনা আক্রান্ত লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোশারফ হোসেন। তিনি বর্তমানে কুমিল্লা মর্ডাণ হাসপাতালে চিকিসাধীন রয়েছে। সম্প্রতি তিনি অক্সফোর্ডের টিকা ২ ডোজ গ্রহন করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি জ¦র, কার্শিসহ শরীরে করোনা উপসর্গ দেখা দিলে শুক্রবার তিনি নমুনা পরীক্ষায় দিলে ওই দিন রাতে ফলাফল পজেটিভ আসে।
এ দিকে সদর উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী উপহার ভূমিহীনদের ঘর তদারকি করার জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা চলমান করোনা সংক্রমণ এবং কঠোর লকডাউন মধ্যে দিন রাত উপজেলার বিভিন্ন এলাকায় যান।
তিনি ঘরের কাজ সহ সকল কাছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে যান। এ ছাড়া দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প দেখার জন্য সদর উপজেলার ২১ টি ইউনিয়নে ছুটে যান।
বাইরে কাজের পাশাপাশি অফিসে বসে শ্রেণী ও পেশার মানুষের সাথে অফিশিয়ান কাজ করেন। পরে হঠাৎ করে তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তিনি নমুনা পরীক্ষায় দেন।
এ দিকে মোশারফ হোসেনের সুস্থতার জন্য তার স্বজনরা সকল শ্রেণী ও পেশার মানুষের কাছে দোয়া চেয়েছেন।



ফেসবুক পেইজ