May 3, 2024, 2:06 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

লক্ষ্মীপুরে টিকা কেন্দ্র পরিবর্তন করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে করোনা টিকা কেন্দ্র পরিবর্তন করেছে স্বাস্থ্য বিভাগ। ২৭ জুলাই (মঙ্গলবার) সন্ধায় জেলা সিভিল সার্জন ডা: আবদুল গফফার এই তথ্য নিশ্চিত করে বলেন, আগামী কাল (২৮ জুলাই) বুধবার থেকে লক্ষ্মীপুর সদর হাসপাতালের পরিবর্তে টিকা কেন্দ্র জেলা পরিষদের সম্মেলন কক্ষে করা হয়েছে। টিকা গ্রহীতাদের অযথা ভিড় না করেই নতুন কেন্দ্র থেকে টিকা সংগ্রহ করার অনুরোধ করা হয়েছে।
জানা যায়, সম্প্রতি দেশব্যাপি করোনা সংক্রমণ আশংকা জনক হারে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে লক্ষ্মীপুর জেলায় পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ফলে মানুষ এখন টিকা দিতে প্রতিদিন সদর হাসপাতালের এসে ভিড় করেন।
অনেকে অযথা ও ম্যাসেজ না পেলেও লাইনে দাঁড়িয়ে থাকে। এ দিকে স্থানীয়দের অভিযোগ টিকা নিতে সামাজিক দৃরত্ব না মেনে গাদাগাদি না অনেকে দাঁড়িয়ে থাকে। এ ছাড়া হাসপাতালের আগত রোগীদের চলাচল ভিড়ম্বনা সৃষ্টি হয়।
এ নিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে একাধিকার সংবাদ প্রকাশিত হয়। পরে কর্তৃপক্ষ অবশেষে টিকা কেন্দ্র পরিবর্তন করে জেলা পরিষদের সম্মেলন করার সিদ্ধান্ত নেয়। বর্তমানে লক্ষ্মীপুরে শুধু সিনোফার্মা টিকা দেওয়া হচ্ছে।



ফেসবুক পেইজ