April 26, 2024, 8:54 pm
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

লক্ষ্মীপুরে জাতীয় কন্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি: আমার কন্য শিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে জাতীয় কন্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: মামুনুর রশিদ।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার, নারী নেত্রী মমতাজ বেগম, এনজি ভয়েস এর নির্বাহী পরিচালক সামছুল আলম লিটু, মারজাহান সুলতানা শিমু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কন্যা শিশুদের দক্ষ করে গড়ে তুলতে হলে শিক্ষা পাশাপাশি তথ্য প্রযুক্তিতে জ্ঞান অর্জন করতে হবে। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে পুরুষদের পাশাপাশি নারীদের এগিয়ে আসতে হবে।
পাশাপাশি বাল্য বিবাহ, যৌতুক, মাদকসহ সমাজ ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ড থেকে নিজেকে বিরত রেখে দেশের উন্নয়নের কাজ করতে হবে। এসময় বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



ফেসবুক পেইজ