April 26, 2024, 4:51 pm
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

লক্ষ্মীপুরে চাঁদখালী এ রব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফাহিম কামাল

নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুর সদর উপজেলার চাঁদখালী এ রব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদ (গভর্নিং বডি) পরিচালনা কমিটির  কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম কামাল চৌধুরী। তিনি লক্ষ্মীপুর-৩ আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী আলহাজ¦ একেএম শাহজাহান কামালের ছেলে।
ফািিহম কামাল ঐহিত্যবাহী এ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, মেসেঞ্জার আর মোবাইলে তাকে মোবারকবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এক সাক্ষাৎকারে সদ্য নিয়োগপ্রাপ্ত ম্যানেজিং কমিটির সভাপতি ফাহিম কামাল চৌধুরী বলেন, আমি আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, একনিষ্ঠতা ও সুনামের সহিত পালন করবো, ইনশাআল্লাহ। আমার চেষ্টা-সাধনা আর ধ্যান-খেয়ালই থাকবে যে, কী করে বিদ্যালয়টিতে ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান ও শিক্ষকদের পড়াশোনা করানোর মান সম্মানিত ও ভালো পর্যায় নিয়ে যাওয়া যায়। সেই চেষ্টাটি আমি আমার দায়িত্ব পালনকালীন সময়ে তা করে যাবো। সেই জন্য তিনি স্কুল কর্তৃপক্ষ, এলাকাবাসী ও এই স্কুলে পড়ুয়া অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।
গত রবিবার চাঁদখালী এ রব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি, শিক্ষক মন্ডলীর সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়  এবং শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।



ফেসবুক পেইজ