April 26, 2024, 4:16 pm
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

লক্ষ্মীপুরে জটিল ও কঠিন রোগে আক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরণ

লক্ষ্মীপুরে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসোমিয়া আক্রান্ত রোগী ও জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে ০৫ জুলাই (মঙ্গলবার) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ চেক প্রদান অনুষ্ঠিত হয়। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ আলম।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন, জেলা সমাজ কার্যালয়ের সহকারী পরিচালক আবদুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ শরীফ হোসেন, শহর সমাজ সেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসোমিয়া আক্রান্ত ৬৮ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে ৩৪ লাখ এবং জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে অসহায়, দুস্থ ও গরীব ৮৭ জনের মাঝে ৫ লাখ ৬০ হাজার টাকা চেক তুলে দেন।



ফেসবুক পেইজ