April 26, 2024, 12:09 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য লক্ষ্মীপুরে জেলেদের মাঝে গরু বিতরণ

লক্ষ্মীপুরে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন

প্রতিনিধি: লক্ষ্মীপুরে ওএমএস ডিলারদের মাধ্যমে টিসিবি কার্ডধারী ও সাধারণ মানুষের মাঝে স্বল্পমূল্যে চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ০২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে শহরের আধুনিক হাসপাতালের দক্ষিণ পাশে ডিলারের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপু, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মংখ্যাই, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন, জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।
জানা যায়, লক্ষ্মীপুর জেলায় মোট ১ লাখ ১৫ হাজার টিসিবি কার্ডধারীদের মাঝে ৫ কেজী করে মাসে ২ বার ৩০ টাকা দরে এই চাল বিতরন করা হবে। এ সাধারণ মানুষের মাঝে ওএমএস এর আওতায় ডিলারদের মাধ্যমে প্রতিদিন ৩০ টাকা দরে এই চাউল বিতরণ অব্যাহত থাকবে।



ফেসবুক পেইজ