May 6, 2024, 8:11 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

লক্ষ্মীপুরে আজ ১২তম দিনেও অসহায় দিনমজুরদের ঘরে এমপির খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন বায়েজীদ ভূঁইয়া

ছবিতে অসহায় দিনমজুরদের হাতে খাবার তুলে দিচ্ছেন বায়েজীদ ভূঁইয়া

মহামারী করোনাভাইরাস(কোভিড-১৯)এর সংক্রমন প্রতিরোধে সরকার পক্ষ থেকে লকডাউন করে দেওয়া হয়েছে সারা দেশ।ঘরে আবদ্ধ হয়ে আছেন লক্ষ্মীপুর জেলার সকল মানুষ।কিন্তু যত দূর্ভোগ সৃষ্টি হয়েছে খেটে খাওয়া দরিদ্র ও দিনমজুরদের। তাই তাদের কথা ভেবে বীরমুক্তিযোদ্ধা এমপি আলহাজ্ব একেএম শাহজাহান কামাল এর পক্ষ থেকে ঘরে ঘরে সরকারের বরাদ্ধকৃত খাদ্য পৌঁছে দিতে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন  এমপির ব্যক্তিগত সহকারী  মোঃ বায়েজীদ ভূঁইয়া।

আজ বৃহস্পতিবার ৯ এপ্রিল সকাল থেকে সদর আসনের বিভিন্ন ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল এমপির ব্যক্তিগত উদ্যোগে এবং সরকারি বরাদ্ধ থেকে আজ ১২ তম দিনে কর্মহীন মানুষদের মাঝে চাল, ডাল নিত্য প্রয়োজনীয় খাবার বিতরণ করেন এমপির ব্যক্তিগত সহকারী  মোঃ বায়েজীদ ভূঁইয়া।এছাড়াও হটলাইন নাম্বারে কল আসার পর ইতোমধ্যে প্রায় ৪০০ শতাধিক পরিবারের মাঝে বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও টানা ১২ দিনে লক্ষ্মীপুর সদর আসনের ৭ হাজার ৭ শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে ৩ হাজার হ্যান্ড গ্লাভস, ১০ হাজার মাস্ক, ৫ হাজার হ্যান্ড স্যাটিটাইজার ও ২ হাজার সাবান বিতরণ করা হয়।

বায়েজীদ ভূঁইয়া জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এলাকার গরীব-অসহায় মানুষের পাশে থাকার ঘোষণা দিয়ে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। এ যাবত ৪ হাজার পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে ১০হাজার হতদরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানান বায়েজীদ ভূঁইয়া।



ফেসবুক পেইজ