May 5, 2024, 9:44 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

লক্ষ্মীপুরে দেড় বছরের শিশু করোনায় আক্রান্ত,মোট আক্রান্ত ২২

প্রতিনিধি,দৈনিক আমাদের লক্ষ্মীপুর: লক্ষীপুর জেলায় আরো ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ২২জন।নতুন আক্রান্তদের মধ্যে রামগঞ্জে ১,  এবং লক্ষ্মীপুর সদরে ২জন। শনিবার (১৮ এপ্রিল) রাত ১০.২৫ টায় লক্ষ্মীপুর সিভিল সার্জন অফিস এ তথ্য জানায়। 

বিশ্বব্যাপী আতঙ্কে পরিণত হয়েছে মহামারি করোনাভাইরাস। যুবক-বৃদ্ধ, ধনী-গরিব, নারী-পুরুষ কেউই এর সংক্রমণ থেকে রেহাই পাচ্ছে না। প্রাণঘাতী এ ভাইরাসে এবার লক্ষ্মীপুরের রামগঞ্জে দেড় বছর বয়সী এক শিশু আক্রান্ত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নতুন ১২২টি নমুনা পরীক্ষায় আরও ৪ জনকে করোনা পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ১ জন চট্টগ্রামের। বাকি ৩ জন লক্ষ্মীপুর জেলার।

চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির দৈনিক আমাদের লক্ষ্মীপুরকে বলেন, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাসিম নগরে একই পরিবারে অনেকে করোনায় আক্রান্ত। শেষ পর্যন্ত মাত্র উনিশ মাসের কন্যা শিশুটিও করোনা পজেটিভ হয়ে গেল। এটি খুব দুঃখজনক, হতাশার। বারবার বলার পরেও মানুষ সচেতন হচ্ছে না। নিজের সঙ্গে সঙ্গে শিশুদেরও করোনার সংক্রমণে ঝুঁকিতে ফেলছে। আসলে এভাবে সম্ভব না। মানুষ যতদিন সচেতন হবে না, এমন নিষ্ঠুর ঘটনার সাক্ষী আমাদের হতেই হবে। জনগণকে বলবো দয়া করে বাসায় থাকুন। যে যেখানে আছেন সেখানে থাকুন।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল গাফ্ফার বলেন, ‌একজন দিয়ে শুরু, এখন পুরো পরিবারটাই শেষ। এপ্রিলের প্রথম সপ্তাহের শেষ দিকে লক্ষ্মীপুরের বাড়িতে ফেরেন এক গার্মেন্টস কর্মী। গত ১১ এপ্রিল তার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। শঙ্কা থাকায় তার পরিবারের সব সদস্যের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ওই পরিবারের আরও আট সদস্যের শরীরে করোনা শনাক্ত হয়। শনিবার দ্বিতীয় দফা রিপোর্টে শিশুটির করোনা পজেটিভ এসেছে।

তিনি বলেন, শিশুটি হয়তো প্রথম করোনা পজেটিভ ব্যক্তিরই, তবে আমি নিশ্চিত নই। পরিবারের অন্য কারোও হতে পারে, তবে ওই পরিবারের। পরিবারটির করোনায় আক্রান্ত কয়েকজনকে ঢাকায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুটির বিষয়ে আমরা রোববার সকালে সিদ্ধান্ত নেব। এছাড়া ওই বাড়ির আশপাশের আরও ৫ জনসহ রামগঞ্জে মোট ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির জানান, শনিবার চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নতুন ১২২টি নমুনা পরীক্ষায় লক্ষ্মীপুরের বাকি যে দুজন নতুন রোগী শনাক্ত হয়েছে তার মধ্যে- জেলার শামসেরাবাদ এলাকার ২৫ বছর বয়সী এক যুবক, লাখেরকান্দী ইউনিয়নের ৬২ বছর বয়সী এক বৃদ্ধ রয়েছেন।

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল  বলেন, রামগঞ্জে এক পরিবার থেকে করোনা ছড়িয়েছে। সেখানে ওই বাড়ির আশপাশের আরও ৫ জনসহ রামগঞ্জে মোট ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রামগতিতে তাবলিগ জামাতে গিয়ে এক বৃদ্ধ করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া কমলনগরে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত তিনজনের সবাই নারায়ণগঞ্জফেরত। এছাড়া পৌর সদরে ১ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

৪৫ জনের পরীক্ষার ফলাফলে ৩ জনের দেহে এ ভাইরাস শনাক্ত হয়।  এপর্যন্ত করোনা শনাক্ত রোগীদের মধ্যে রামগঞ্জে-১৫, লক্ষ্মীপুর সদর উপজেলা-৩, কমলনগর-৩ এবং রামগতি উপজেলায়-১।

তিনি বলেন, প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পরই রোববার (১২ এপ্রিল) দুপুরে গণবিজ্ঞপ্তির মাধ্যমে লক্ষ্মীপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। লকডাউন ঘোষণার পর থেকে অন্য জেলার লোকজন যাতে লক্ষ্মীপুরে ঢুকতে না পারে, একইভাবে লক্ষ্মীপুর থেকে বাইরের জেলায় যেতে না পারে সে ব্যবস্থা নেয়া হয়েছে। লক্ষ্মীপুরে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য গত ৮ মার্চ আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। এ লক্ষ্যে সদর হাসপাতালে ৪০, রামগঞ্জে ২০, রায়পুরে ২০ ও কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ শয্যা প্রস্তুত করা হয়েছে।

 



ফেসবুক পেইজ