May 5, 2024, 12:45 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

শ্রমিকের সংকটে কৃষকের ধান কেটে দিচ্ছেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ

মহামারি করোনার প্রকোপে সারা দেশে দেখা দিয়েছে শ্রমিক ও মজুরের সংকট । আর এতে কৃষকরা চলতি মৌসুমের বোরো ধান কেটে ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছে।

লক্ষ্মীপুর জেলার কৃষকরাও শ্রমিক ও মজুরের সংকটে বিপাকে পড়েছেন চলতি মৌসুমের বোরো ধান ঘরে তোলা নিয়ে।আর লক্ষ্মীপরে কৃষকদের এমন দু:সময়ে তাদের পাশে এসে দাঁড়ালেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ।

গতকাল রবিবার (১৯ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন সিদ্ধান্তের প্রকাশ করে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ।লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ লক্ষ্মীপুর জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক দেশে ভয়ংকর করোনাভাইরাসের প্রদুর্ভাবে মহাবিপদকাল সৃষ্টি করেছে। লক্ষ্মীপুরে এই ভাইরাস মোকাবেলা ও সচেতনতায় রাষ্ট্রীয় সিদ্ধান্তে কর্মহীন এবং মানবেতর জীবনযাপন করা মানুষের পাশে থাকবে ছাত্রলীগ।বিষয়টি অতীব জরুরী জানিয়ে স্ব-স্ব শাখার নেতৃবৃন্দকে দ্রুত সময়ের মধ্যে ২০ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক টিমের তালিকা তৈরী করে জেলা শাখা বরাবর প্রেরণ করতে বলা হয়।

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ তাদের দ্রুত পদক্ষেপ নিয়ে,

আজ ২০ এপ্রিল সোমবার , তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন লাহারকান্দি গ্রামের গরীব কৃষকদের প্রতি।তারা লাহারকান্দি গ্রামের গরীব কৃষক বকুলের ২০ কড়া জমির পাকা ধান কেটে দিলেন। এসময় লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরীফ এবং সাধারণ সম্পাদক জিয়ায়ুল করীম নিশান এর নেতৃত্বে উপস্থিত ছিলেন ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা।তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই কার্যক্রম পরিচালনা করেন

জানতে চাইলে, জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহাদাত হোসেন শরীফ জানান,তাদের এই গরীব কৃষকের জমির ধান কাটা কার্যক্রম চলমান থাকবে।জেলার সকল ইউনিটের নেতাকর্মীদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।কৃষকের এই দুর্দিনে আমরা তাদের কাজের প্রতিটি ক্ষেত্রে সহায়তা প্রদানে এগিয়ে আসব।



ফেসবুক পেইজ