September 23, 2023, 11:18 am
ব্রেকিং :
তানজিমের পরিবর্তে হাসান মাহমুদ রামগতিতে নেতাকে ধর্ষণ মামলায় ফাঁসাতে গিয়ে ফেঁসে গেল এক তরুণী লক্ষ্মীপুরে আজকের দর্পন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রামগঞ্জে ইন্সুরেন্সের টাকা জমা দিতে এসে প্রাণ গেল মরিয়মের লক্ষ্মীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাংবাদিকের মায়ের মৃত্যু লক্ষ্মীপুরে স্কুল ছাত্রী অপহরণ মামলায় মূলহোতাসহ ৪ আসামী কারাগারে দুই বছরেও শেষ হয়নি লক্ষ্মীপুরের রায়পুর ডাকঘর ভবণের নির্মাণ কাজ সরকারী সহায়তা চেয়েও পাইনি তবুও হাঁস পালনে সফল লক্ষ্মীপুরের জাহাঙ্গীর দেশকে এগিয়ে নিতে লক্ষ্মীপুরে কৃতি শিক্ষার্থীদের শপথ লক্ষ্মীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেলো রিকশাচালকের

ইয়াবা মামলায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর বিরুদ্ধে চার্জশিট

৮ লাখ টাকার ইয়াবা উদ্ধারের মামলায় ঢাকার এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী আয়েশা ছিদ্দিকা রুমা ওরফে জারার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার মাস আগে ইয়াবাসহ জারাকে গ্রেফতার করে র্যাব। তার বাড়ি কক্সবাজারের টেকনাফে।শনিবার (১৭ জুন) এ বিষয়ে আদালতের আদাবর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এশারত আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাদক মামলায় জারার বিরুদ্ধে গত ১৪ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা আদাবর থানার উপ-পরিদর্শক মাধব চৌধুরী আদালতে এ চার্জশিট দাখিল করেন। চার্জশিটে ১৩ জনকে সাক্ষী করা হয়েছে। আদালত চার্জশিটটি দেখেছেন। এখন মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হবে।

মামলার চার্জশিটে বলা হয়েছে, আসামি আয়েশা ছিদ্দিকা রুমা ওরফে জারা ফ্ল্যাট বাসায় একাই বসবাস করতেন। ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজে কাছে রাখার কথা স্বীকার করেন তিনি। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(খ) ধারায় অপরাধের সত্যতা পাওয়া গেছে। এজাহারে উল্লেখিত আসামি আয়েশা ছিদ্দিকা রুমার মা ফরিদা ইয়াসমিন বিভিন্ন সময় টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা এনে আসামির কাছে পৌঁছে দেয়। তবে বিষয়টি আয়েশা ছিদ্দিকা রুমা অস্বীকার করেন। এ ছাড়া বিষয়টির স্বপক্ষে সুস্পষ্ট কোনো তথ্য-উপাত্ত ও সাক্ষ্য-প্রমাণ তদন্তকালে পাওয়া যায়নি।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি মাদক ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গিয়ে গোপন তথ্যেরভিত্তিতে র্যাব-২ জানতে পারে, একজন মাদক ব্যবসায়ী ফ্ল্যাটে ইয়াবা বিক্রি করছেন। এরপর অভিযান চালিয়ে রাজধানীর আদাবর থানা সংলগ্ন শেখেরটেক এলাকার একটি ফ্ল্যাট থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৪০ গ্রাম ভাঙা ট্যাবলেটসহ আয়েশা ছিদ্দিকা রুমাকে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ করা ইয়াবার বাজারমূল্য ৮ লাখ ৩০ হাজার টাকা। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ও দুটি পাসপোর্টও উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-২ এর পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে আদাবর থানায় মামলা করেন। এ মামলার পর গত ১৯ ফেব্রুয়ারি তাকে আদালেতে হাজির করা হয়। ওইদিন আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে তিনি জামিনে কারামুক্ত হন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।



ফেসবুক পেইজ