September 23, 2023, 10:16 am
ব্রেকিং :
তানজিমের পরিবর্তে হাসান মাহমুদ রামগতিতে নেতাকে ধর্ষণ মামলায় ফাঁসাতে গিয়ে ফেঁসে গেল এক তরুণী লক্ষ্মীপুরে আজকের দর্পন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রামগঞ্জে ইন্সুরেন্সের টাকা জমা দিতে এসে প্রাণ গেল মরিয়মের লক্ষ্মীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাংবাদিকের মায়ের মৃত্যু লক্ষ্মীপুরে স্কুল ছাত্রী অপহরণ মামলায় মূলহোতাসহ ৪ আসামী কারাগারে দুই বছরেও শেষ হয়নি লক্ষ্মীপুরের রায়পুর ডাকঘর ভবণের নির্মাণ কাজ সরকারী সহায়তা চেয়েও পাইনি তবুও হাঁস পালনে সফল লক্ষ্মীপুরের জাহাঙ্গীর দেশকে এগিয়ে নিতে লক্ষ্মীপুরে কৃতি শিক্ষার্থীদের শপথ লক্ষ্মীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেলো রিকশাচালকের

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অবসায়নের আবেদন শুনানির জন্য মঞ্জুর করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রতিষ্ঠানটির একটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।সোহরাব আলীসহ সুনামগঞ্জের ১৩ জন ক্ষতিগ্রস্থ গ্রাহকের করা এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. খিজির আহম্মেদ চৌধুরীর একক বেঞ্চ রোববার এ আদেশ দেন।দিন আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন।

তিনি সাংবাদিকদের বলেন, আদালত যে কোম্পানির একটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দিয়েছেন সেখানে প্রায় ৩ কোটি টাকা রয়েছে।

তিনি আরও বলেন, আবেদনকারী ১৩ জন গ্রাহক ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ২০০৮ সালে পলিসি গ্রহণ করেন। এরপর পলিসিগুলো ২০২০ সালে ম্যাচিউর হয়। কিন্তু প্রতিষ্ঠানটি পলিসিগুলোর বিপরীতে পাওনা টাকা বিগত তিন বছর যাবত পরিশোধ করছে না। এ জন্য তারা হাইকোর্টে আবেদন করেন।



ফেসবুক পেইজ