May 8, 2024, 12:18 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

লক্ষ্মীপুরে হিজড়া জনগোষ্ঠীর মান উন্নয়ন শীর্ষক র্রিফ্রেশার্স কোর্স উদ্বোধন

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচির আওতায় আর্থ-সামাজিক দক্ষতা উন্নয়নে ৬ দিনের রিফ্রেশার্স কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ১৩ সেপ্টেম্বর (বুধবার) দিনব্যাপি জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে শহর সমাজ সেবা কার্যালয়ের
সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে কোর্স শুভ উদ্বোধন ঘোষণা অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সুরাইয়া জাহান। প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুর রহমান, শহর সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর প্রমুখ।

এসময় হিজড়া জনগোষ্ঠীর প্রায় ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সমাজ টিকে থাকতে হলে সকল বর্ণের সকল ধরনের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, হিজড়া মানুষ তাদের পিছনে ফেলে রাখা যাবেনা। বর্তমান সরকার হিজড়া জনগোষ্ঠীর মান উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে।

প্রশিক্ষণ নিয়ে নিজেদের কর্মসংস্থান গড়ে তুলতে হবে। আশা করি হিজড়া জনগোষ্ঠী প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে সমাজ কর্মসংস্থান সৃষ্টি হবে তারা আর্ত নির্ভরশীল হবে তা হলে সমাজের অন্যান্য পেশার মানুষের পাশাপাশি তারাও উন্নত জাতি গঠনে ভূমিকা রাখবে। এসময় তিনি প্রশাসনের পক্ষ থেকে হিজড়াদের যে কোন সমস্যা সমাধানে আন্তরিক ভাবে কাজ করার প্রতিশ্রতি প্রদান করেন।



ফেসবুক পেইজ